বাকিংহাম প্যালেসের সামনে প্রাতঃভ্রমণে মুখ্যমন্ত্রী। নিজস্ব চিত্র
কুণাল ঘোষ ও কিংশুক প্রামাণিক (লন্ডন থেকে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী): মেঘলা আকাশ। কনকনে ঠান্ডা হাওয়া। লন্ডনের পারদ নেমেছে ৪ ডিগ্রিতে। সোমবার সকালে এই আবহাওয়ায় পায়ে হাওয়াই চটি, শাড়ি পরেই বাকিংহাম প্যালেস ও হাইড পার্কে প্রাতঃভ্রমণ সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন সন্ধ্যায় ভারতীয় হাই কমিশনে আমন্ত্রিত তিনি। রয়েছে ঠাসা কর্মসূচি। তার আগে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে কার্যত ‘ওয়ার্ম আপ’ সেরে ফেললেন তিনি। মুখ্যমন্ত্রীর নিজের কথাতেই, “আজ ওয়াক নয়, ওয়ার্ম আপ।”
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ছ’দিনের জন্য লন্ডনে (London) সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। একাধিক বৈঠক থেকে রাজ্যে শিল্প বিনিয়োগ নিয়ে আলোচনা, বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখা থেকে পড়ুয়াদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব রয়েছে তাঁর। শহরে থাকলেও শত কাজের মধ্যেও শরীরচর্চায় কখনও ফাঁকি দেন না মুখ্যমন্ত্রী। নির্দিষ্ট সময় মেনে বাড়িতে ট্রেড মিলে হাঁটাহাঁটি করেন। জেলা সফরে গেলে প্রাতঃভ্রমণ ‘মাস্ট’। বিদেশ সফরেও তার অন্যথা হল না। সঙ্গীদের নিয়ে সকাল-সকাল প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়লেন তিনি।
সকাল থেকেই লন্ডনের আকাশের মুখ ভার ছিল। ঠান্ডা হাওয়া বইছিল। তারপরেও মানুষের উৎসাহের কমতি নেই। সকাল থেকেই বাকিংহামের সামনে ভিড় জমিয়েছিল প্রচুর মানুষ। খুদেদের নিয়ে চলছিল রঙিন উৎসব। দেশ-বিদেশের পর্যটকদের নিয়ে মেতে উঠেছিল বাকিংহামের সামনের রাস্তা। তবে মমতার (Mamata Banerjee) প্রাতঃভ্রমণ চলাকালীনই আকাশের রূপ বদলায়। ধূসর থেকে আকাশের রং বদলে হয়ে যায় ঝকঝকে নীল। ঠান্ডাও কমে কিছুটা। সবমিলিয়ে লন্ডনের হাওয়া বদল।
মমতা মানেই মা-মাটি-মানুষের নেত্রী। মাটির কাছাকাছি থাকা। শুধু মুখের কথা নয়। কাজেও তার প্রমাণ দিয়েছেন তিনি। পোশাকেও তার মাটির ছোঁয়া থাকে। বিদেশেও তার অন্যথা হল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রেড মার্ক মেনেই লন্ডনেও তাঁর পায়ে হাওয়াই চটি, পরনে রয়েছে সেই সাদা শাড়ি।
Bengal and Britain share a relationship that spans centuries, rooted in history, culture, and commerce. As we landed in London yesterday, we stepped into a city that, much like Kolkata, carries the weight of its past while embracing the dynamism of the present.
Before the day’s… pic.twitter.com/xNx4tZ0crl
— Mamata Banerjee (@MamataOfficial) March 24, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.