Advertisement
Advertisement

দেখুন: ডিভোর্সের পরে কীভাবে সব সম্পত্তির অর্ধেক ভাগ হল!

সেগুলো আপাতত ইবে-তে রয়েছে বিক্রির জন্য। যদি কেউ এরকম আজব জিনিস কিনতে চায় আর কী!

Watch: Man literally gives ex-wife half of everything after divorce
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 12, 2016 2:19 pm
  • Updated:February 7, 2019 6:19 am  

ভালবাসা? না কি দুরন্ত জেহাদ?

দের জুলির বক্তব্য অবশ্য এর কোনওটার সঙ্গেই মেলে না। তাঁর দাবি, তিনি শুধু মহামান্য বিচারকের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন মাত্র।
কী ছিল বিচারকের নির্দেশ?

Advertisement

১২ বছরের দাম্পত্যের পর যখন বিবাহবিচ্ছেদের জন্য আদালতের দ্বারস্থ হন দের, তখন আদালত নির্দেশ দেয় সব সম্পত্তির অর্ধেক দিতেই হবে স্ত্রী লরাকে।

বেশ কথা! যেমন হুকুম, তেমন কাজ! দেখ না দেখ, সব কিছু দুভাগে ভাগ করে নিলেন দের। এমনকী, গাড়ি, চেয়ার, টিভি আর স্মার্টফোনও!
তার পর সেই ভাগাভাগির ভিডিও নিজেই ইউটিউবে আপলোড করেছেন দের।

ভাবছেন নিশ্চয়ই, সেই সব অর্ধেক বিভাজিত সম্পত্তির এখন গতি কী?

সেগুলো আপাতত ইবে-তে রয়েছে বিক্রির জন্য। যদি কেউ এরকম আজব জিনিস কিনতে চায় আর কী!

বলে রাখা ভাল, এই ভিডিও এবং এই কাণ্ড কিন্তু বেশ পুরনো। প্রায় বছরখানেকের! হালফিলে নতুন করে ভাইরাল হয়েছে ভিডিওটা।

তবে, জার্মানির এক দল আইনজীবীর বক্তব্য, পুরো ঘটনাটাই না কি সাজানো! এরকম কিছুই বাস্তবে ঘটেনি। পুরোটাই ইবে-র প্রচারের ছল!
তা, সত্যি হোক বা না হোক, ভিডিওটা কিন্তু মজার! দেখলে আর কিছু না হোক, নিখাদ আনন্দ কিছুটা পাবেনই!

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement