Advertisement
Advertisement
ভূমিকম্প

সাবধান! কিছুক্ষণের মধ্যেই প্রবল ভূমিকম্পে কেঁপে উঠতে পারে দেশ

ভূমিকম্পের সতর্কতা জারি করেছেন ডাচ বিশেষজ্ঞ৷

Warning of extremely powerful earthquake, issued by Dutch expert

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:July 11, 2019 10:16 am
  • Updated:July 11, 2019 10:16 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডার বলছে বর্ষা চলে এসেছে৷ তবে তা সত্ত্বেও বৃষ্টির দেখা নেই৷ প্রবল গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ৷ আবহাওয়ার পরিবর্তনের জেরে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রার পারদ৷ আবহাওয়ার সংকটের মাঝে বিপর্যয়ের ভ্রূকূটি৷ ডাচ বিশেষজ্ঞ ফ্রাঙ্ক হুগারবিটসের মতে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠতে পারে বিশ্বের বিভিন্ন প্রান্ত৷

[ আরও পড়ুন: মাসুদের পর নিশানায় দাউদ, রাষ্ট্রসংঘে ডি-কোম্পানির বিরুদ্ধে সোচ্চার ভারত]

ফ্রাঙ্ক হুগারবিটস স্বঘোষিত ভূমিকম্প গবেষক হিসাবেই পরিচিত। অতীতেও বহুবার ভূকম্পন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি৷ ডাচ বিশেষজ্ঞের আশঙ্কা কখনই মিথ্যে প্রমাণিত হয়নি৷ এক্কেবারে নির্ভুল ছিল অতীতের সমস্ত ভবিষ্যদ্বাণী৷ তাঁর আশঙ্কা অনুযায়ী কেঁপে উঠেছে নির্দিষ্ট প্রান্ত৷ সম্প্রতি ক্যালিফোর্নিয়ার ভূমিকম্পের আগেও ভবিষ্যৎবাণী করেছিলেন৷ ডাচ বিশেষজ্ঞ ফ্রাঙ্ক হুগারবিটস তাঁর ওয়েবসাইট Ditrianum-এ সেকথা লিখেছিলেন৷ তারপর কেঁপে ওঠে ক্যালিফোর্নিয়া৷

Advertisement

[ আরও পড়ুন: আন্তর্জাতিক চাপে অতিষ্ঠ পাকিস্তান, ৮ ছোট জঙ্গি সংগঠনকে সাহায্য আইএসআইয়ের]

নেদারল্যান্ডের ভূমিকম্প বিশেষজ্ঞ আবারও পৃথিবী কেঁপে ওঠার আশঙ্কা করছেন৷ তাঁর দাবি আর মাত্র কিছুক্ষণের মধ্যেই কেঁপে উঠতে পারে পৃথিবীর বিভিন্ন প্রান্ত৷ যে-কোনও সময়, যেকোনও জায়গায় তীব্র ভূকম্পন হবে, সে পূর্বাভাস তাঁর ওয়েবসাইট Ditrianum-এ রয়েছে। কোথায় ভূমিকম্প হবে, সে বিষয়টি নির্দিষ্ট করে অবশ্য উল্লেখ করেননি ডাচ বিশেষজ্ঞ। রিখটার স্কেলে যার তীব্রতা ৮-এর বেশি হবে বলেও উল্লেখ করা হয়েছে৷ রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৮ কম্পাঙ্ক হলে তা অত্যন্ত শক্তিশালী হিসাবেই গণ্য হয়৷ সেক্ষেত্রে হুগারবিটসের আশঙ্কা সত্যি হলে প্রাণহানি এবং অপরিসীম ক্ষতি হতে পারে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement