সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের মতো কম দামে রুশ তেল কিনতে চেয়েছিল পাকিস্তানও (Pakistan)। কিন্তু সেই কাজ করার আগেই অনাস্থা প্রস্তাব এনে তাঁর সরকার ফেলে দেওয়া হয়। দেশের উদ্দেশে বার্তা দিতে গিয়ে একটি ভিডিও মেসেজ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) শুরুর পরেই অনেক কম দামে ভারতের মতো দেশগুলিকে তেল বিক্রি করেছে রাশিয়া (Russia)। তবে আর্থিক সংকটে ভুগতে থাকা পাকিস্তান সেই সুযোগ পায়নি।
ইউক্রেনে রুশ সেনা হামলা চালানোর দিন রাশিয়াতে উপস্থিত ছিলেন তৎকালীন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বসে হামলার সময়ে বৈঠক করেছিলেন তিনি। ২৩ বছরে প্রথমবার কোনও পাক প্রধানমন্ত্রী রাশিয়া সফরে গিয়েছিলেন। সেই সময়ে পাকিস্তানের আর্থিক দুরাবস্থা এতখানি চরমে না উঠলেও, তার আভাস ছিল। এহেন পরিস্থিতিতে মস্কো সফরে গিয়েও কম দামে তেল কেনার ছাড়পত্র জোটেনি ইমরানের।
যদিও জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, “ভারতের মতো আমরাও কম দামে রুশ তেল কিনতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হলো না। অনাস্থা প্রস্তাব এনে আমার সরকার ফেলে দেওয়া হল।” যদিও পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী মুসাদিক মালিক দাবি করেছেন, মে মাসেই কম দামে রুশ তেল পেতে চলেছে পাকিস্তান। এই দাবি সত্যি হলে আর্থিক সংকটের মধ্যে খানিকটা স্বস্তি পাবে ভারতের প্রতিবেশী দেশটি।
কম দামে রুশ তেল কেনা প্রসঙ্গে বরাবরই ভারতের নীতিকে সমর্থন করেছেন ইমরান খান। গত বছর তিনি বলেছিলেন, “কোয়াডে একই মঞ্চে রয়েছে ভারত ও আমেরিকা। কিন্তু কম দামে রুশ তেল কেনা নিয়ে ভারতকে ক্রমাগত চাপ দিচ্ছে মার্কিন কূটনীতিকরা। সেই চাপ উপেক্ষা করেও দেশের স্বার্থে কম দামে রুশ তেল কিনছে ভারত সরকার। এই অবস্থানকে কুর্নিশ জানানো উচিত।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.