সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভবিষ্যতে বিশ্ব অর্থনীতিতে অন্যতম শক্তিশালী দেশ চিনকে (China) টেক্কা দেবে ভারত। গত বছর জি-২০ মঞ্চে এমনই কথা বলতে শোনা গিয়েছিল ‘আত্মবিশ্বাসী’ মোদিকে। এবার বাস্তবও সেদিকেই ইঙ্গিত করল। জানা যাচ্ছে, অর্থনৈতিক ভাবে বিপণ্ণ চিনকে ছেড়ে এবার বিনিয়োগের জন্য ভারতকেই বেছে নিচ্ছে বিশ্ববাজার। গোল্ডম্য়ান সাচেস কিংবা মর্গ্যান স্ট্যানলির মতো ওয়াল স্ট্রিট (Wall Street) জায়ান্টরা এখন নয়াদিল্লিকেই আগামী দশকের শ্রেষ্ঠ বিনিয়োগ ক্ষেত্র হিসেবেই ভাবছে।
জানা যাচ্ছে, বিনিয়োগকারীরা খুব নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এশিয়ার দুই শক্তিশালী দেশকে। এর মধ্যে ভারত, অর্থনীতিতে শক্তিশালী হতে থাকা বিশ্বের দ্রুততম দেশ, তার পরিকাঠামোয় অনেক পরিবর্তন করেছে। আর তাই তারা নজর কাড়তে শুরু করেছে। এদিকে করোনা ও অন্যান্য নানা কারণে বিপণ্ণ বেজিংয়ের অর্থনীতি। ফলে জিনপিংকে টেক্কা দিয়ে মোদির মুখে ফুটছে হাসি।
আর এপ্রসঙ্গে বলতে গিয়ে সিঙ্গাপুরে এম অ্যান্ড জি ইনভেস্টমেন্টসের এশিয়ান ইকুইটিস পোর্টফোলিও ম্যানেজার বিকাশ পেরশাদ জানিয়েছেন, ”নানা কারণেই ভারতের প্রতি সবাই এখন আগ্রহী। আর এর মধ্যে অন্যতম কারণ এটা চিন নয়। সত্যিই দীর্ঘকালীন একটা বৃদ্ধি হয়েছে এখানে।”
বিগত কয়েক বছরে বিভিন্ন ক্ষেত্রে প্রভূত উন্নতি করেছে ভারত। দেশের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে উচ্ছ্বসিত হতে দেখা গিয়েছে মোদিতে। তাঁকে বলতে শোনা গিয়েছিল, “ভারত স্থিতিশীল দেশ। আমরা আগামী কয়েক বছরের মধ্যে বিশ্ব অর্থনীতিতে ভারতকে তৃতীয় শক্তিশালী দেশে পরিণত করার শপথ নিয়েছি।” দেশ সেপথেই এগোতে শুরু করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও এদেশের বিরাট অংশের মানুষই দরিদ্র, শেয়ার বাজার ব্যয়বহুল এবং বন্ড মার্কেটের অবস্থাও ভালো নয়। কিন্তু তবুও চিনের চেয়ে ভারতে বিনিয়োগের ঝুঁকি অনেক কম বলেই সেদিকে নজর বিনিয়োগকারীদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.