সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’পক্ষের উত্তপ্ত বাক্য বিনিময়ে ভেস্তে গিয়েছে আমেরিকা ও ইউক্রেনের বিরল খনিজ নিয়ে চুক্তি। শুক্রবার হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে বৈঠকের মাঝেই উঠে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও শনিবার বোধোদয় হল যুদ্ধবিধ্বস্ত দেশের তরুণ শাসকের! এদিন জেলেনস্কি বার্তা দিলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ট্রাম্পের সমর্থন ইউক্রেনের জন্য অত্য়ন্ত জরুরি। এবং তিনি বিরল খনিজ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করতেও তৈরি।
We are very grateful to the United States for all the support. I’m thankful to President Trump, Congress for their bipartisan support, and American people. Ukrainians have always appreciated this support, especially during these three years of full-scale invasion. pic.twitter.com/Z9FlWjF101
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) March 1, 2025
এক্স হ্যান্ডেলের বার্তায় রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে সমর্থনের জন্য আমেরিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলেনস্কি। মার্কিন সংসদ এবং আমেরিকার সাধারণ মানুষকে ধন্যবাদ জানান তিনি। জেলেনস্কির ভাষায়, “যাবতীয় সমর্থনের জন্য আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি প্রেসিডেন্ট ট্রাম্প, মার্কিন কংগ্রেস এবং আমেরিকান জনগণের কাছে কৃতজ্ঞ। ইউক্রেনীয়রা সর্বদা এই সমর্থনের প্রশংসা করেছেন, বিশেষ করে এই তিন বছর যুদ্ধবিধ্বস্ত সময়ে।”
American people helped save our people. Humans and human rights come first. We’re truly thankful. We want only strong relations with America, and I really hope we will have them.
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) March 1, 2025
চাপে পড়ে জেলেনস্কির আরও মন্তব্য করেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন আমাদের জন্য খুব জরুরি। তিনি যুদ্ধের সমাপ্তি চান। কিন্তু আমাদের চেয়ে বেশি শান্তি কেউ চান না। ইউক্রেনে ভয়ংকর যুদ্ধের মধ্যে জীবন কাটাতে হচ্ছে আমাদের। এটা আমাদের স্বাধীনতার যুদ্ধ। আমাদের অস্তিত্বের সংকট।” আমেরিকার সঙ্গে বিরল খনিজের চুক্তি স্বাক্ষরে তৈরি ইউক্রেন, একথাও জানান জেলেনস্কি। আরও বার্তা দেন, প্রতিরক্ষা ও অর্থনীতিতে কিয়েভ-ওয়াশিংটন সম্পর্ক মজবুত হবে এই চুক্তির ফলে। “তবে এটুকও যথেষ্ট নয় ইউক্রেনের জন্য।”
প্রসঙ্গত, শুক্রের বৈঠকে আমেরিকাকে বিরল খনিজ ব্যবহারের অনুমতি দিয়ে তাঁর বদলে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছিলেন জেলেনস্কি। যদিও সেই চুক্তি নিয়ে আলোচনা ভেস্তে যায়। জেলেনস্কির অভিযোগ করেন, ট্রাম্প কেবল খনিজেই আগ্রহী। ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে কোনও পরিকল্পনা নেই তাঁর। বরং তিনি রাশিয়ার সঙ্গে হাত মেলাতেও প্রস্তুত। যদিও শনিবার বোধোদয় হল তরুণ রাষ্ট্রপ্রধানের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.