Advertisement
Advertisement

ভূমিকম্প-সুনামিতে বিধ্বস্ত ইন্দোনেশিয়া, এবার জেগে উঠল আগ্নেয়গিরিও

উদ্ধারকাজে ছুটে গিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা৷

Volcano erupts near quake-hit Palu
Published by: Tanujit Das
  • Posted:October 3, 2018 4:15 pm
  • Updated:October 3, 2018 4:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে ভূমিকম্প, তারপর সুনামি৷ জোড়া ফলায় বিদ্ধ ইন্দোনেশিয়ার পালু-সহ একাধিক দ্বীপ৷ এরই মধ্যে মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে সুপ্ত আগ্নেয়গিরি মাউন্ট সোপুটানের নতুন করে জেগে ওঠা৷ বুধবার স্থানীয় সময় সকাল ৮টা বেজে ৪৭ মিনিট নাগাদ জেগে ওঠে দীর্ঘদিন ধরে ঘুমিয়ে থাকা এই আগ্নেওগিরিটি৷ ভূমিকম্প ও সুনামির কবলে পড়া পালু দ্বীপ থেকে ছ’শো কিলোমিটার দূরে অবস্থিত এটি৷ ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে দুর্গত মানুষদের মধ্যে৷ দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে ছুটে গিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা৷

[চোখের চিকিৎসায় বিপ্লব এনে পদার্থে নোবেল তিন বিজ্ঞানীর]

Advertisement

গতমাসে শেষের দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া৷ এরপরেই জারি হয় সুনামির সতর্কতা৷ ভূমিকম্পে প্রাণ হারান পাঁচজন সাধারণ মানুষ৷ সতর্কবার্তাকে সত্যি করে দেশের পালু-সহ একাধিক দ্বীপের উপরে আছড়ে পরে সুনামি৷ এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৪০০ জনের বেশি৷ জোড়া বিপর্যয়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করেছেন ভাইস প্রেসিডেন্ট জুসুফ কাল্লার৷ এই ভূমিকম্প ও সুনামি উসকে দিয়েছে ২০০৪ সালের স্মৃতি৷ আবহাওয়াবিদরা মধ্য ও পশ্চিম সুলাওয়েসিতে সুনামির সতর্কতা জারি করেছিলেন৷ কেবল ইন্দোনেশিয়াই নয়৷ ইন্দোনেশিয়ার পাশাপাশি, কম্পন অনুভূত হয় জাপানের কিছু অংশেও৷ ফলে সেখানেও জারি করা হয় সুনামির সতর্কতা৷

[সম্মুখসমরে বেজিং-ওয়াশিংটন! দক্ষিণ চিন সাগরে মুখোমুখি দু’দেশের রণতরী]

এই জোড়া বিপর্যয়ে সমগ্র এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা৷ ঘরছাড়া হয়ে পড়েন বহু মানুষ৷ খাবার ও পানীয় জলের অভাবও দেখা দেয়৷ এখনও ঘরছাড়া রয়েছেন বহু মানুষ৷ খাবার ও পানীয় জলের অভাবে ভুগছেন সাধারণ মানুষ৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এখনও বিপর্যস্ত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে৷ দুর্গতদের জন্য ত্রাণ শিবিরের বন্দোবস্ত করা হয়েছে৷ এমত অবস্থায় আগ্নেয়গিরির জেগে ওঠায় আরও বিপাকে ফেলেছে ইন্দোনেশিয়া প্রশাসনকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement