Advertisement
Advertisement

Breaking News

Vladimir Putin

‘খুব শিগগির মরবে’, যুদ্ধের মাঝেই বাহাত্তুরে পুতিনকে নিয়ে বিস্ফোরক জেলেনস্কি

৩ বছর পেরিয়ে গেলেও থামেনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

Vladimir Putin will die soon, Zelenskyy's claim amid Russian leader's health rumours
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:March 27, 2025 1:00 pm
  • Updated:March 27, 2025 1:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্য নিয়ে নানা সময়ই বিভিন্ন গুজব রটেছে। কখনও শোনা গিয়েছে তিনি হৃদরোগে আক্রান্ত, আবার কখনও খবর রটেছে যে তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার! একাধিক সংবাদমাধ্যমের এমন খবরে কম চাঞ্চল্য ছড়ায়নি। এবার যুদ্ধের মাঝেই বাহাত্তরের পুতিনের স্বাস্থ্য নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বললেন, “ওঁর আয়ু আর বেশি নেই। খুব শিগগির মরবে।” তাঁর এহেন মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে। 

৩ বছর পেরিয়ে গেলেও থামেনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। দু’দেশের এই সংঘাত থামানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে আমেরিকা। শর্ত সাপেক্ষে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে কিয়েভ ও মস্কো। কিন্তু হামলা পালটা হামলা, রক্তপাত জারি রয়েছে। এই মুহূর্তে ফ্রান্স সফরে গিয়েছেন জেলেনস্কি। সেখানেই গতকাল বুধবার ‘দ্য সান’কে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেন, “পুতিনের আয়ু আর বেশি দিন নেই। খুব শীঘ্রই ওঁ মারা যাবে। আর এটা সত্য। আর যুদ্ধেরও শেষ হবে।”

Advertisement

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে হঠাৎই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করে যে হৃদরোগে আক্রান্ত হয়েছেন পুতিন। এমনকী, রুশ প্রেসিডেন্ট আদৌ বেঁচে রয়েছেন কিনা, তা নিয়েও প্রশ্ন তুলে কেউ কেউ পোস্ট করছিলেন এক্স হ্যান্ডলে। কিন্তু সমস্ত গুঞ্জন উড়িয়ে দেয় ক্রেমলিন। বিবৃতি দিয়ে জানানো হয়, রাশিয়ার প্রেসিডেন্ট সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

এর আগেও পুতিনের ‘বডি ডাবল’ ব্যবহার করার গুঞ্জন শোনা গিয়েছিল। দাবি করা হয়েছিল, তিনি নাকি বহুদিন ধরে বিভিন্ন জায়গায় নিজের ‘বডি ডাবল’ ব্যবহার করেন। এক সাক্ষাৎকারে নিজেই সেই খবর অস্বীকার করেন পুতিন। তাঁকে নাকি নিরাপত্তার খাতিরে একবার ‘বডি ডাবল’ ব্যবহার করার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি তা করেননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement