Advertisement
Advertisement
Vladimir Putin

ঘনিষ্ঠদের হাতেই খুন হবেন পুতিন! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

ঘনিষ্ঠদের হাতেই মরতে বসেছিলেন অ্যাডল্ফ হিটলার।

Vladimir Putin Will Be Killed By His Inner Circle, Claims Ukraine's Zelenskyy | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:February 27, 2023 2:47 pm
  • Updated:February 27, 2023 2:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে ঘনিষ্ঠদের হাতেই মরতে বসেছিলেন অ্যাডল্ফ হিটলার। ‘অপারেশন ভালকিরি’র সেই অধ্যায় আজ ইতিহাস। একইভাবে, বিশ্বস্তদের হাতেই নাতি প্রাণ খোয়াবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

‘নিউজ উইক’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রেসিডেন্ট জেলেনস্কিকে নিয়ে ইউক্রেনে একটি তথ্যচিত্র তৈরি হয়েছে। গত শুক্রবার মুক্তি পাওয়া ‘ইয়ার’ নামের ওই তথ্যচিত্রে জেলেনস্কি নাকি বলেছেন, “ঘনিষ্ঠদের হাতেই খুন হবেন পুতিন।” তিনি দাবি করেছেন, পুতিনের নেতৃত্ব দুর্বল হয়ে পড়বে আর তাঁকে নিজের লোকের হাতেই প্রাণ খোয়াতে হবে।

Advertisement

তথ্যচিত্রে জেলেনস্কি নাকি বলেছেন, “একটা সমব আসবে যখন পুতিনের দুর্বল শাসনের প্রভাব গোটা রাশিয়ায় পড়বে। ভক্ষকরাই আরও এক ভক্ষককে খেয়ে ফেলবে। ওই খুনিকে (পুতিন) খুন করার কোনও না কোনও কারণ তারা ঠিক বের করবে। তবে কবে এমনটা হবে আমি জানিনা।”

[আরও পড়ুন: দেউলিয়া দেশ ছেড়ে পালাচ্ছে নাগরিকরা! ইটালির কাছে নৌকাডুবিতে মৃত অন্তত ২৮ পাকিস্তানি]

তাৎপর্যপূর্ণ ভাবে, কয়েকদিন আগেই এক প্রতিবেদনে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ দাবি করেছে, ঘনিষ্ঠরাই ক্রমে পুতিনের (Vladimir Putin) উপর বিরক্ত হয়ে পড়ছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ সেনা ও শাসকদলের মধ্যেও প্রেসিডেন্ট পুতিনের প্রতি ক্ষোভ ক্রমে বাড়ছে। এক বছরেরও বেশি সময় যুদ্ধ করে ইউক্রেনকে বাগে আনতে না পারায় পুতিনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিকে, রবিবার ইউক্রেনীয় যৌথবাহিনীর কমান্ডার মেজর জেনারেল অ্যাডওয়ার্ড মিখাইলোভিচ মোসকালভকে বরখাস্ত করেছেন জেলেনস্কি। গত মার্চ মাসে লেফটেন্যান্ট জেনারেল ওলেকজান্ডার পাভলিউকয়ের জায়গায় মোসকালভকে সামরিক প্রশাসনের প্রধান নিযুক্ত করা হয়েছিল। প্রবল যুদ্ধের মাঝে এহেন পদক্ষেপ করার কারণ কী, তা নিয়ে মুখ খোলেননি প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে জেনারেল মোসকালভের অপসারণ যথেষ্ট জল্পনা উসকে দিয়েছে।

[আরও পড়ুন: আদানি গোষ্ঠীকে ঋণ দেওয়ার মাসুল? আরব আমিরশাহীতে শাখা বন্ধ করছে ব্যাংক অফ বরোদা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement