Advertisement
Advertisement

Breaking News

Vladimir Putin

ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম, ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

গতবছরই মস্কো গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Vladimir Putin to visit India soon, first since start of Ukraine war

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:March 27, 2025 2:27 pm
  • Updated:March 27, 2025 4:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিগগির ভারতে আসবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার রাশিয়ার তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পরে এটাই পুতিনের প্রথম দিল্লি সফর হতে চলেছে। গতবছরই মস্কো গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার রুশ রাষ্ট্রপ্রধানের ভারত সফরের কথা জানা গেল।

রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, পুতিনের ভারত সফরের প্রস্তুতি শুরু হয়েছে। তবে ঠিক কবে তিনি এদেশে আসবেন সেব্যাপারে তিনি কিছু জানাননি। লাভরভ বলেছেন, ”প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রশাসনিক প্রধানের আমন্ত্রণ গ্রহণ করেছেন।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুনর্নির্বাচিত হওয়ার পরে তাঁর প্রথম বিদেশ সফর হিসেবে রাশিয়ায় এসেছিলেন। সেকথা উল্লেখ করে লাভরভ বলছেন, ”এবার আমাদের পালা।”

Advertisement

পুতিন যে এদেশে আসতে পারেন সেকথা শোনা গিয়েছিল নভেম্বরেই। রাশিয়ার প্রশাসনিক দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমাত্রি পেসকভ জানিয়েছিলেন, ”শীঘ্রই ভারত সফরে যাবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যত তাড়াতাড়ি সম্ভব তাঁর ভারত সফরের দিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এই বিষয়ে আলোচনা চলছে।” এবার রাশিয়া জানিয়ে দিল পুতিনের সফরের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। 

নরেন্দ্র মোদি ও ভ্লাদিমির পুতিনের বন্ধুত্বের সম্পর্ক কারও অজানা নয়। গত অক্টোবর মাসে ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত জুলাই মাসেও ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো যান তিনি। এবার দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে ভারতে আসছেন পুতিন। পাশাপাশি, ইউক্রেনের সঙ্গে চলতে থাকা যুদ্ধ নিয়েও ভারতের সঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে তাঁর। 

ইউক্রেন যুদ্ধের আবহে ভারতের আরও কাছে এসেছে রাশিয়া। আলোচনার মাধ্যমে শান্তির পক্ষে সওয়াল করলেও পুরনো বন্ধুকে হতাশ করেনি ভারত। মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে রুশ তেল কিনছে নয়াদিল্লি। রাষ্ট্রসংঘে মস্কো বিরোধী প্রস্তাবে ভোট দেয়নি ভারত। তবে যুদ্ধ থামাতে বার বার আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মোদি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub