সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার পর এবার নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রশংসা করল রাশিয়া (Russia)। সেদেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) বলেছেন, ভারতের মেক ইন ইন্ডিয়া (Make in India) প্রকল্পের জন্য দেশের আর্থিক উন্নতি হয়েছে। একই পথে হাঁটতে পারে রাশিয়াও। প্রসঙ্গত, কয়েকদিন আগেই আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হয়েছে এই সফরের ফলে, এমনটাই দাবি দুই দেশের কূটনীতিকদের। তার পরেই প্রকাশ্যে ভারতের প্রশংসা শোনা গেল দীর্ঘদিনের বন্ধু রাশিয়ার মুখে।
রুশ সংবাদসংস্থা মারফত জানা গিয়েছে, মস্কোর একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পুতিন। সেখানেই বক্তৃতা দেওয়ার সময়ে তিনি বলেন, “ভারত আমাদের বন্ধু। প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও রাশিয়ার ভাল বন্ধুত্ব রয়েছে। কয়েকবছর আগে তিনি ভারতে ‘মেক ইন ইন্ডিয়া’ নামে একটি প্রকল্প চালু করেছিলেন। দেশের অর্থনীতিতে তার প্রভাব খুব ভাল ভাবেই দেখা গিয়েছে।” ভারতের দেখানো উপায়ে দেশে তৈরি পণ্য় জনপ্রিয় করে তুলতে পারে রাশিয়াও, এমনটাই বলেছেন রুশ প্রেসিডেন্ট।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব রয়েছে ভারতের। কমদামে সেদেশ থেকে তেল আমদানি করেছে ভারত। তবে বন্ধুত্ব থাকলেও ইউক্রেন হামলায় রাশিয়ার পাশে দাঁড়ায়নি ভারত। তার পরিবর্তে শান্তিপূর্ণ আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কে ফাটল ধরেনি। কয়েকদিন আগেই ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস অলিপাভ বলেছিলেন, দুই দেশের সম্পর্ক আগের থেকেও অনেক মজবুত হয়েছে।
মোদির সফরের পর ভারতের সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হয়েছে। এহেন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কি রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্বে ফাটল ধরছে? রাশিয়ার প্রবল প্রতিদ্বন্দ্বী আমেরিকার সঙ্গেই কি ভারতের ঘনিষ্ঠতা বাড়ছে? যাবতীয় জল্পনা উড়িয়ে মুখ খুলেছিলেন অলিপাভ। তিনি বলেন, “প্রত্যেক দিন রাশিয়ার নামে কুৎসা ছড়ায় আন্তর্জাতিক মহল। তার প্রভাব পড়ে ভারত-রাশিয়া সম্পর্কেও। তবে দুই দেশের বন্ধুত্বে চিড় ধরবে না।” এই বক্তব্যের কয়েকদিন পরেই ভারতের প্রশংসায় পঞ্চমুখ পুতিন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.