Advertisement
Advertisement

Breaking News

Russia Ukraine Crisis

Russia-Ukraine Crisis: ‘ক্ষমতা দখল করুন’, ইউক্রেনীয় সেনাকে ‘সামরিক অভ্যুত্থানে’র উসকানি পুতিনের

ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির পাত্তা নেই।

Vladimir Putin asks Ukraine army to remove leadership in Kyiv
Published by: Paramita Paul
  • Posted:February 25, 2022 9:45 pm
  • Updated:February 25, 2022 10:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেনে সেনা অভ্যুত্থানের ডাক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin)। শুক্রবার রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলে বক্তব্য রাখেন পুতিন। সেখানেই ইউক্রেনের সেনার উদ্দেশে পুতিনের বার্তা, ‘প্রশাসনকে উৎখাত করুন। নিজেদের হাতে ক্ষমতা নিন।’ উল্লেখ্য, এদিন বিকেলে কিয়েভে ঢুকেছে রুশ সেনা। তার পর থেকেই ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির পাত্তা নেই। মনে করা হচ্ছে, প্রাণ বাঁচাতে নিরাপদ বাঙ্কারে গা ঢাকা দিয়েছেন তিনি।

এদিন রাশিয়ার টেলিভিশনে পুতিন বক্তব্য রাখেন। ইউক্রেনের (Russia-Ukraine Crisis) নির্বাচিত সরকারের উৎখাতের ডাক দেন তিনি। সে দেশের সেনার উদ্দেশে পুতিনের বার্তা, “সরকারকে সরিয়ে নিজেদের হাতে ক্ষমতা নিন। তাহলে চুক্তিতে পৌঁছতে আমাদের সুবিধা হবে।”

Advertisement

 

[আরও পড়ুন: ভেঙে পড়ল শেষ প্রতিরোধ! ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকল রুশ বাহিনী]

উল্লেখ্য, জেলেনস্কি সরকার মার্কিনপন্থী। রুশপন্থী সরকারকে সরিয়ে ক্ষমতায় এসেছে তারা। এর পর থেকেই বিরোধের সূত্রপাত। গত কয়েক বছর ধরে দেশটি আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটোর অন্তর্ভূক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছে। তাই পূর্বতন সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত ইউক্রেন থেকে মার্কিনপন্থী সরকারকে উৎখাত করাই লক্ষ্য পুতিন সরকারের। এবার সেই লক্ষ্যেই ইউক্রেনের সেনাকে উসকানি দিতে শুরু করল রাশিয়া। প্রাণ বাঁচাতে জেলেনস্কি দেশ ছাড়লে সুবিধা পাবে মস্কো। সূত্রের খবর, ইউক্রেনের প্রেসিডেন্ট প্রাণভয়ে গা ঢাকা দিয়েছেন। কিন্তু কোথায় গা ঢাকা দিয়ে রয়েছেন জেলেনস্কি, তা এখনও জানা যায়নি। 

প্রথমে বিদ্রোহীদের মদত। তার পর তাদের অধিকৃত অঞ্চলকে ‘স্বাধীন’ বলে ঘোষণা। দেশীয় সেনা পাঠিয়ে বিদ্রোহীদের সাহায্য। শেষে নিরাপত্তার প্রশ্ন তুলে দেশ আক্রমণ। এই পথেই ইউক্রেন দখলের ছক কষেছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভে পা রেখেই সেনাকে নিজেদের দিকে টানার চেষ্টা শুরু করল মস্কো। এদিন পুতিন আরও বলেন, “আমি সেনাবাহিনীর কাছে আবেদন করছি, যাতে নিও-নাৎজিরা আপনাদের পরিবার, সন্তান, স্ত্রীকে মানব ঢাল হিসেবে ব্যবহার করতে না পারে, সেদিকে নজর রাখুন। দেশের ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নিন।”

[আরও পড়ুন: রাষ্ট্রসংঘে রাশিয়ার ক্ষমতা খর্বের পথে আমেরিকা, বৈঠকে নিয়ম সংশোধন নিয়ে আলোচনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement