Advertisement
Advertisement
Russia’s Deference Budget

বাজেটের এক তৃতীয়াংশই বরাদ্দ যুদ্ধের জন্যে! ইউক্রেনে সংঘাতের আবহে চমক পুতিনের

রবিবার ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট ঘোষণা করেছে মস্কো।

Vladimir Putin approves record defense spending a third of Russia’s budget
Published by: Kishore Ghosh
  • Posted:December 2, 2024 4:47 pm
  • Updated:December 2, 2024 6:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্তির খোঁজ নেই। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ অব্যাহত। এর মধ্যেই প্রতিরক্ষা খাতে রেকর্ড বাজেট ঘোষণা করল পুতিন সরকার। রবিবারই ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট ঘোষণা করে মস্কো। যার মধ্যে প্রতিরক্ষা খাতে ১২৬ বিলিয়ান ডলার বরাদ্দ (ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা) করা হয়েছে। বিশ্লেষকদের বক্তব্য, যুদ্ধের জন্য মোট বাজেটের ৩২.৫ শতাংশই প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে।

রাশিয়ার পার্লামেন্টের দুই কক্ষের সাংসদরা প্রতিরক্ষা খাতে আকাশ ছোঁয়া বাজেট অনুমোদন করেছেন। গত বারের তুলনায় ২৮ বিলিয়ান ডলার বাজেট বাড়ানো হয়েছে এবার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রাশিয়া সব থেকে বড় সংঘাতের মুখোমুখি ইউক্রেন যুদ্ধে। দীর্ঘদিন ধরা চলা এই যুদ্ধে দুপক্ষের গোলাগুলি, ক্ষেপণাস্ত্র, বিভিন্ন ধরনের বোমা, ট্যাঙ্কের মতো যুদ্ধাস্ত্র ব্যয় হচ্ছে। পাশাপাশি সেনার খাবার, ওষুধ, পোশাকের জন্য বিপুল খরচ রয়েছে। আধুনিক সময়ে যুদ্ধক্ষেত্রে প্রযুক্তি খাতে ব্যয়ও নেহাত কম নয়।

Advertisement

বিশ্লেষকদের বক্তব্য, ব্যয় সাপেক্ষ লম্বা যুদ্ধের কথা মাথায় রেখেই প্রতিরক্ষা খাতের বাজেট বিপুল পরিমাণে বাড়িয়েছে পুতিন সরকার। এমনিতে ধারে ও ভারে যুদ্ধের ময়দানে ইউক্রেনের তুলনায় অনেকটাই বেশি শক্তিশালী রাশিয়া। অত্যাধুনিক যুদ্ধাস্ত্র এবং সেনার সংখ্যাতেও তারা এগিয়ে। তথাপি দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের চাপ পড়ছে রাশিয়ার অর্থনীতি এবং জনসংখ্যার উপর। এর মধ্যেই রেকর্ড বাজেট ঘোষণায় নিজেদের অবস্থান বুঝিয়ে দিল মস্কো। পুতিনের স্পষ্ট বার্তা, যে কোনও শর্তে ইউক্রেনকে শায়েস্তা করতে প্রতিজ্ঞাবদ্ধ তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement