Advertisement
Advertisement

ভারতে আসার ভিসার মেয়াদ বাড়ছে বাংলাদেশিদের

এক বছর থেকে মেয়াদ বাড়িয়ে পাঁচ বছর করা হবে বলে জানা গিয়েছে।

Visa expansion for the citizen of Bangladesh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 28, 2016 4:00 pm
  • Updated:November 28, 2016 4:02 pm  

সুকুমার সরকার, ঢাকা: শীঘ্রই বাংলাদেশিদের জন্য ভারতের ভিসার মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হবে বলে জানিয়েছেন ভারতের হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রীংলা।

রবিবার রাজধানী ঢাকা থেকে ১৫০ কিলোমিটার দূরে পদ্মা নদী সংলগ্ন মাদারীপুর জেলায় ৭টি উন্নয়নপ্রকল্পের চুক্তি সাক্ষর শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। হর্ষবর্ধণ শ্রীংলা বলেন, ভারতের ভিসা সহজে পাওয়ার ক্ষেত্রে সব ধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে। হাই কমিশনার বলেন, কোন ব্যক্তি শুধু একা নয়, তাঁর গোটা পরিবার নিয়ে সহজেই ভিসা পেয়ে ভারতে যেতে পারবেন।এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement