সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনাসুরের তাণ্ডবে যখন বিশ্বের প্রায় সবাই আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছে। হন্যে হয়ে খুঁজছে এই মারণ রোগের প্রতিষেধক। ঠিক সেই সময়ে এই ভাইরাসকে নিয়ে মজার মজার মন্তব্য করছেন অনেক বিশিষ্ট মানুষ। এবার আমাদের যখন ঘুমিয়ে থাকি তখন ভাইরাসও ঘুমিয়ে থাকে বলে মন্তব্য করলেন পাকিস্তানের এক বর্ষীয়ান সাংসদ। গত দু’দশক ধরে পাকিস্তানের জাতীয় সংসদ (Pakistan National Assembly) -এর সদস্য থাকা ওই ব্যক্তির নাম ফজল-উর-রহমান। তাঁর বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই হাসির রোল নেটদুনিয়ায়।
When we sleep, virus sleeps. When we die, virus dies. Simple. pic.twitter.com/F3cDrEzOZV
— Naila Inayat नायला इनायत (@nailainayat) June 13, 2020
ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে পাকিস্তানের সাংসদ ফজল-উর-রহমান (Fazal-ur-Rahman) বলছেন, মানুষকে বেশিক্ষণ সময় ধরে ঘুমোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তার কারণ, আপনি যত বেশি ঘুমোবেন ততক্ষণ ভাইরাসও ঘুমোবে। ফলে আপনার কোনও ক্ষতি করতে পারবে না। এর মানে আমরা যখন মরে যাব তখন ভাইরাসেরও মৃত্যু হবে।
সম্প্রতি এই ভিডিওটি টুইটার শেয়ার করেছেন পাকিস্তানের এক সাংবাদিক নালিয়া ইনায়েত। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা যখন ঘুমিয়ে থাকি ভাইরাসও ঘুমোয়। যখন আমরা মারা যাই তখন ভাইরাসেরও মৃত্যু হয়। খুব সহজ বিষয়।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.