Advertisement
Advertisement

মেসেজিং অ্যাপে যৌনদাসী বিক্রি করছে আইসিস

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি-র কাছে আরবি ভাষায় লেখা এই ধরনের বিজ্ঞাপন পাঠিয়েছে ইয়াজিদি সংখ্যালঘু সম্প্রদায়৷ আইসিস-এর হাতে প্রায় ৩ হাজার যুবতী ও মহিলা যৌনদাসী রয়েছে৷ মহিলাদের পাশাপাশি শিশুদেরও এভাবে দিনের পর দিন বিক্রি করে চলেছে এই জঙ্গিগোষ্ঠী৷

'Virgin. Beautiful. 12 Years Old': ISIS' Chilling Ads To Sell Sex Slaves
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 6, 2016 7:54 pm
  • Updated:July 6, 2016 7:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “১২ বছরের মেয়ে৷ ভার্জিন, সুন্দরী৷ এখনও পর্যন্ত সাড়ে ১২ হাজার ডলার দাম উঠেছে৷ তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে৷” হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এমনই চমকে দেওয়া মেসেজ পৌঁছে দিচ্ছে আইএস জঙ্গিরা৷ আরব দেশের যৌনদাসী বিক্রির প্রাচীন প্রথা এখনও চালিয়ে যাচ্ছে জঙ্গিরা৷ এর আগে অনলাইনেও যৌনদাসী বিক্রি করেছে ইসলামিক জঙ্গিগোষ্ঠী৷ এবার জনপ্রিয় দুই মেসেজিং অ্যাপকে এই কাজের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে তারা৷

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি-র কাছে আরবি ভাষায় লেখা এই ধরনের বিজ্ঞাপন পাঠিয়েছে ইয়াজিদি সংখ্যালঘু সম্প্রদায়৷ আইসিস-এর হাতে প্রায় ৩ হাজার যুবতী ও মহিলা যৌনদাসী রয়েছে৷ মহিলাদের পাশাপাশি শিশুদেরও এভাবে দিনের পর দিন বিক্রি করে চলেছে এই জঙ্গিগোষ্ঠী৷

Advertisement

cea8d45431e99710ce373759c191b76e37eefb5e-tc-img-preview

যে মহিলাদের বিক্রি করা হয়, তাদের নাম, বয়স, ছবি-সহ যাবতীয় তথ্য নিজেদের কাছে রেখে দেয় জঙ্গিরা৷ যৌনদাসীরা যাতে কোনওভাবেই আইসিস চেক পয়েন্ট পেরোতে না পারে, তার জন্যই এই ব্যবস্থা৷ এমনকী, ক্রেতার নামের রেকর্ডও রাখা হয়৷ কেউ তাদের উদ্ধার করার চেষ্টা করলেই মহিলাদের খুন করে জঙ্গিরা৷ এমনই এক যৌনদাসী ১৮ বছরের লামিয়া নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন৷ পাঁচবার আইসিস-এর ডেরা থেকে পালানোর চেষ্টা করেছিলেন তিনি৷ তাঁর সঙ্গে ছিলেন আরও দুই ইয়াজিদি তরুণী৷ আইসিস-এর সীমানা পার হওয়ার সময়ই ল্যান্ড মাইন বিস্ফোরণ ঘটে৷ ঘটনাস্থলেই লামিয়ার দুই সঙ্গীর মৃত্যু হয়৷ লামিয়া প্রাণে বাঁচলেও তাঁর ডান চোখের দৃষ্টি শক্তি চলে যায়৷ বিস্ফোরণে গুরুতর ক্ষতিগ্রস্থ হয় তাঁর মুখ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement