সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনে করোনা (Covid) আতঙ্ক চরমে! ঘটনায় উদ্বিগ্ন ভারত। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পর বৃহস্পতিবার করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রশ্ন উঠছে, হঠাৎ গেল গেল রব কেন? উত্তর হতে পারে সম্প্রতি ভাইরাল হওয়া শি জিনপিংয়ের দেশের এই ভিডিও। যেখানে দেখা গিয়েছে, কোভিডে দিশাহারা চিনের (China) হাসপাতালের বিশৃঙ্খল ছবি। শয্যার অভাবে মেঝেতে বহু রোগী। কাজের চাপে রোগী দেখতে দেখতে জ্ঞান হারালেন এক চিকিৎসক।
চিনে ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্ট BF.7 ভাইরাস ত্রাসে পরিণত হয়েছে। হুড়মুড় করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। যার ফলে কঠোর করোনা বিধি ছাড়াও লকডাউন ছিল দেশটিতে। যদিও নাগরিকদের লাগাতার বিক্ষোভের পর লকডাউন তুলে নিতে বাধ্য হয় জিনপিং প্রশাসন। কিন্তু পরিস্থিতি যে মোটেও ভাল না। হাসপাতালগুলি অতিরিক্ত রোগীর চাপে সঠিক পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে। শ্মশানগুলিতে মৃতদের লাইন দেখা যাচ্ছে। এর মধ্যেই চিনের হাসপাতালে রোগী দেখতে দেখতে এক চিকিৎসকের অসুস্থ হওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকমাসে ভারতে মোট ৪ জন ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দু’জন গুজরাটের বাসিন্দা এবং দু’জন ওড়িশার বাসিন্দা। শুধু তাই নয়, শোনা যাচ্ছে রাজধানী দিল্লিতে আরও বেশ কয়েকজন এই নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে থাকতে পারেন। পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায়, সেটা নিশ্চিত করতেই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জরুরি বৈঠকে বসছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.