সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেউলিয়া শ্রীলঙ্কা (Sri Lanka), চরম সংকটে দারুচিনির দ্বীপ। মহার্ঘ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। খাদ্যদ্রব্যের দাম এতটাই চড়া যে না খেয়ে দিন কাটাতে বাধ্য হচ্ছেন শ্রীলঙ্কার বহু মানুষ। এখন দেশজুড়ে চূড়ান্ত বিশৃঙ্খলা। এই অবস্থায় বিশ্ববাসীর কাছে অর্থ সাহায্য চাইলেন বিখ্যাত সিংহলি কন্যা ইয়োহানি ডি’সিলভা (Yohani D’Silva)। দিন কয়েক আগেও যে দেশের মেয়ের গান ‘মানিকে মাগে হিথে’ মাতিয়ে তুলেছিল আসমুদ্র হিমাচল। তিনিই এবার সকলের কাছে আবেদন জানিয়ে বলছেন, শ্রীলঙ্কাকে বাঁচাতে অর্থ দিন। তিনি নিজেও অর্থ জোগানোর চেষ্টা করছেন, তাও উল্লেখ করলেন ইয়োহানি।
সপ্তাহ দুই ধরে জ্বলছে প্রতিবেশী দেশটি। ধান উৎপাদন কমায় শ্রীলঙ্কায় এখন চালের দাম ২২০ টাকা কেজিতে পৌঁছেছে। বিদেশি মুদ্রা সংকটের জন্য সব আমদানি বন্ধ হয়ে গিয়েছে। ফলে দেশে পাওয়া যাচ্ছে না গুঁড়ো দুধ, চিনি, নিউজপ্রিন্ট, ডিজেল ইত্যাদি-সহ বিভিন্ন শিল্পজাত পণ্য। নিউজপ্রিন্টের সংকটে দেশে কাগজর উৎপাদন নেই। প্রশ্ন ছাপা যাচ্ছে না বলে স্কুল-কলেজে পরীক্ষা বন্ধ। ডিজেল সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে। এতটাই বিদ্যুৎ সংকট যে ‘সিলন ইলেকট্রিসিটি বোর্ড’ সিদ্ধান্ত নিয়েছে দিনে ১৩ ঘণ্টা বিদ্যুৎ ছাঁটাইয়ের। রাস্তায় আলো জ্বলছে না। হাসপাতালে চিকিৎসা করা যাচ্ছে না। চলছে না এটিএম, মোবাইল ফোন। ফ্রিজার বন্ধ হয়ে যাওয়ায় মাছ-সহ কোনও পচনশীল খাদ্যসামগ্রী সংরক্ষণ করা যাচ্ছে না। মিলছে না রান্নার গ্যাস। ফলে যাদের ঘরে চাল-ডাল আছে, তারাও রান্না করতে পারছে না। সর্বার্থেই ভয়ংকর অবস্থা।
এই অবস্থায় প্রতিবেশী দেশটির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত (India)। আড়াই বিলিয়ন ডলারের একটি প্যাকেজ পাঠানো হয়েছে। যার মধ্যে জ্বালানি, ওষুধসামগ্রী ও খাদ্যসামগ্রী কিনতে পারবে শ্রীলঙ্কা সরকার। Go Fund Me নামে অর্থ জোগানোর জন্য একটি ক্যাম্পেন শুরু হয়েছে শ্রীলঙ্কার জন্য। তাতে অংশ নিয়েছেন ইয়োহানি ও তাঁর বন্ধুরা। লক্ষ্য ১০ লক্ষ ডলার সংগ্রহ করা। সেই কাজে তাঁদের হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রার্থনা জানাচ্ছেন ইয়োহানি।
এই মুহূর্তে কাজের জন্য ‘মানিকে মাগে হিথে’ (Manike Mage Hithe)কন্যা রয়েছেন মুম্বইতে। তাঁর গানটি ভাইরাল হওয়ার পর বলিউডেও প্লেব্যাকের কাজ পাচ্ছেন অষ্টাদশী ইয়োহানি। আর দেশ থেকে দূরে রয়েছেন বলেই চিন্তা বেড়েছে তাঁর। বলেন, ”শ্রীলঙ্কা খুব সুন্দর জায়গা। সেখানে যা ঘটে চলেছে, তা দেখে আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমি ও আমার টিম কাজ করছি, অর্থ সংগ্রহের চেষ্টা করছি।” দেশের পরিস্থিতির সাপেক্ষে তো মানুষজন ক্ষিপ্ত হয়ে পথে নেমে গিয়েছেন, চলছে প্রতিবাদ, বিক্ষোভ, জ্বলছে আগুন, উঠছে প্রেসিডেন্টের পদত্যাগের দাবি। এসব নিয়ে ইয়োহানির প্রতিক্রিয়া, ”আমার যথেষ্ট রাজনৈতিক জ্ঞান নেই। প্রেসিডেন্টের কী করা উচিত, বলতে পারব না। কিন্তু হিংসা না ছড়িয়ে বিক্ষোভ তো চলতেই পারে, চলছেও।” আবার কবে তাঁর কণ্ঠের জাদুতে মুগ্ধ করবেন শ্রোতাদের? জানা নেই। এখন দেশের জন্য প্রাণ কাঁদছে, বাড়ছে উদ্বেগ। এ তো গান গাওয়ার সময় নয়!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.