Advertisement
Advertisement

Breaking News

China

চিনের আইফোন কারখানায় ধুন্ধুমার! কর্মীদের সঙ্গে সংঘর্ষ নিরাপত্তা রক্ষীদের

কঠোর কোভিড বিধির ধাক্কায় প্রভাব পড়ছে জনজীবনে।

Violence at iPhone plant in China। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 24, 2022 3:18 pm
  • Updated:November 24, 2022 3:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২০ সাল থেকে লড়াই শুরু করলেও, কিছুতেই করোনা ভাইরাসকে (Coronavirus) বাগে আনতে পারছে না চিন (China)। গত তিন সপ্তাহে আড়াই লক্ষের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। এর ফলে লাগাতার কঠোর করোনা বিধির মুখে পড়তে হচ্ছে মানুষকে। যার জেরে জন্ম নিচ্ছে তীব্র অসন্তোষ। এবার বিক্ষোভ ছড়িয়েছে সেদেশের ঝেংঝউ প্রদেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম আইফোনের কারখানা রয়েছে।

ঠিক কী নিয়ে বিক্ষোভ? কর্মীদের দাবি, পারিশ্রমিক থেকে কারখানার ভিতরে থাকার ব্যবস্থা, কোনও কিছুতেই প্রতিশ্রুতি রক্ষা করেনি সংস্থা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় কর্মীদের। অবস্থা সামলাতে নির্মাতা সংস্থা ফক্সকন টেকনোলজি গ্রুপের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, যে কর্মীরা চলে যাবেন, তাঁদের প্রত্যেককে ১ হাজার ৪০০ ডলার দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ১৪ হাজার ৩৫৪ টাকা। বিক্ষোভকারীদের মধ্যে অধিকাংশই নতুন কর্মী।

Advertisement

[আরও পড়ুন: নিয়োগ করতে গেলেই আদালতে স্থগিতাদেশ, বিধানসভায় উষ্মাপ্রকাশ মুখ্যমন্ত্রীর]

বছর দুয়েক আগে করোনা মহামারীর তাণ্ডবে যখন গোটা বিশ্ব ত্রস্ত ছিল, তখন সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল চিন। কিন্তু এবার পরিস্থিতি যেন ক্রমে হাতের বাইরে চলে যাচ্ছে। একের পর এক শহরে দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর তাই গত কয়েক মাস ধরেই কড়া লকডাউনের পথে হেঁটেছে বেজিং। যেখানেই মাথাচাড়া দিয়েছে সংক্রমণ, সেখানেই জারি হয়েছে কড়া নিষেধাজ্ঞা।

সরকারের এমন কড়া নীতির জেরে চিনা আমজনতার নাভিশ্বাস ওঠার জোগাড়। এর ধাক্কায় স্থানীয়দের জীবিকায় পড়েছে প্রভাব। এর আগেও আইফোন কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ তুলেছিল কর্মীরা। সেই বিতর্ক আরও বড় আকার ধারণ করেছে এবার।

[আরও পড়ুন: যোগীরাজ্যে শ্রদ্ধা হত্যাকাণ্ডের ছায়া, খুনের পর স্ত্রীকে কেটে টুকরো করল স্বামী, দেহাংশ ফেলল জঙ্গলে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement