Advertisement
Advertisement
Vietnam

ভিয়েতনামে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হল ধনকুবেরকে, কোটি কোটি ডলারের দুর্নীতির অভিযোগ

যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ওই মহিলা।

Vietnam billionaire sentenced to death over multi-Billion Dollar fraud
Published by: Biswadip Dey
  • Posted:April 11, 2024 9:01 pm
  • Updated:April 11, 2024 9:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোটি কোটি ডলার জালিয়াতির অভিযোগ। সেই মামলাতেই মৃত্যুদণ্ডের সাজা শোনানো হল ভিয়েতনামের (Vietnam) এক মহিলা ধনকুবেরকে। তাঁর বিরুদ্ধে ওঠা প্রায় ২৭ বিলিয়ন ডলার দুর্নীতির অভিযোগ সেদেশের অন্যতম বড় দুর্নীতির মামলা।

ভিয়েতনামের অন্যতম বৃহত্তম রিয়েল এস্টেট সংস্থা ‘ভ্যান থিন ফ্যাট’-এর প্রধান ছিলেন ৬৭ বছরের লান। বছর দুয়েক আগেই তিনি গ্রেপ্তার হয়েছিলেন। সেদেশের জিডিপির প্রায় ৩ শতাংশ তিনি জালিয়াতি করেছেন বলে অভিযোগ। ২০১২ থেকে ২০২২- এই বছর দশেক সময়কালে বহু ভুয়ো সংস্থার মাধ্যমে টাকা পাচারের অভিযোগ তাঁর বিরুদ্ধে। এর জন্য বহু সরকারি আধিকারিকদের মোটা টাকা ঘুষ দিয়েছেন বলেও অভিযোগ। ২০২২ সালে তিনি গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে তহবিল তছরুপ থেকে ব্যাঙ্কি আইন লঙ্ঘন, ঘুষ নানা অভিযোগই আনা হয়েছিল। এবার মৃত্যুদণ্ডের সাজা শোনানো হল তাঁকে।

Advertisement

[আরও পড়ুন: অবসর সুপ্রিম বিচারপতি অনিরুদ্ধ বোসের, ‘বাঙালি ভদ্রলোকে’র মেধায় মুগ্ধ প্রধান বিচারপতি]

যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন লান। তাঁর দাবি, তিনি ‘বোকা’। ব্যাঙ্কিং সেক্টরের মতো একটা ক্ষেত্র সম্পর্কে ভালো করে না জেনেই তিনি জড়িয়ে পড়েছিলেন। আর সেটাই ছিল তাঁর ভুল। নিজেদের সহযোগীদের দিকেও আঙুল তুলতে দেখা গিয়েছে তাঁকে। গত সপ্তাহে শুনানি চলাকালীন তাঁকে বলতে শোনা যায়, হতাশার ধাক্কায় নিজেকে শেষ করে দেওয়ার কথাও ভেবেছিলেন। যদিও আদালতে তাঁর এই যুক্তি ধোপে টেকেনি। বরং জানিয়ে দেওয়া হয়েছে, অত্যন্ত চতুরতার সঙ্গে এই জালিয়াতি ঘটানো হয়েছে। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের মানুষ।

[আরও পড়ুন: ভারত-সহ ৯২ দেশে স্প্যাইওয়ার হামলার আশঙ্কা, সতর্কবার্তা অ্যাপেলের

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement