Advertisement
Advertisement

Breaking News

ছুঁয়ে দেখা যাবে নতুন প্রযুক্তির ভিডিও

ধরুন কোনও ব্রিজের ভিডিও দেখছেন৷ আঙুলে ছুঁয়ে দিলে কী হবে? দেখবেন দুলে উঠছে ব্রিজ৷

video you can reach out and touch
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 8, 2016 12:14 pm
  • Updated:August 8, 2016 12:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউটিউবে ভিডিও দেখতে দেখতে হঠাত্‍ ইচ্ছে হল ভিডিওর ভিতরে নায়ককে হাত দিয়ে ছুঁয়ে দেখবেন৷ আর কী আশ্চর্য! আঙুলটাকে মোবাইলের স্ক্রিনে লেগে থাকা নায়কের গালে ঠেকাতেই সেটা টোল ফেলে খানিক ভিতরে ঢুকে গেল৷ আঁতকে উঠবেন না৷ কারণ নতুন প্রযুক্তির সাহায্যে এমনই অভিনব ভিডিও তৈরির প্রক্রিয়া আবিষ্কার করেছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা৷ যার অভিজ্ঞতা খুব শীঘ্রই লাভ করতে চলেছেন আপনিও৷

গবেষকরা জানাচ্ছেন শুধু স্মার্টফোন বা টাচ-প্রযুক্তিতেই নয়, মজাদার এই ভিডিও উপভোগ করা যাবে কম্পিউটার স্ক্রিনেও৷ সেক্ষেত্রে হাতের বদলে ব্যবহার করতে হবে মাউস৷ এটা কতখানি অদ্ভুত তার ব্যাখ্যা করতে গিয়ে একটা উদাহরণ দিয়েছেন গবেষকরাই৷ তাঁরা বলছেন, ‘‘ধরুন কোনও রকস্টারের গিটার হাতে নিয়ে গান গাওয়ার ভিডিও দেখছেন৷ চাইলে তাঁর গিটারটি বাজাতে পারবেন আপনিও৷ শুধু ‘জুম’ করে গিটারটিকে সামনে নিয়ে আসুন৷ তারপর তার তারে দিন টান৷ চোখের সামনেই দেখবেন আপনার সুরেই তারগুলিকে নড়াচড়া করতে৷” অবশ্য এতে রকস্টারের গানের সুরে ব্যাঘাত ঘটবে কি না, তা জানাননি গবেষকরা৷

Advertisement

আবার ধরুন কোনও ব্রিজের ভিডিও দেখছেন৷ আঙুলে ছুঁয়ে দিলে কী হবে? দেখবেন দুলে উঠছে ব্রিজ৷ আর তাতে চলা গাড়িগুলিও যাচ্ছে উল্টে পাল্টে৷ কিন্তু, কীভাবে হবে এইসব আজব কীর্তিকলাপ? গবেষকরা জানাচ্ছেন, ভাইব্রেশন বা কম্পনকে কাজে লাগিয়ে ব্যাপারটিকে সম্ভব করেছেন তাঁরা৷ হাতের ছোয়া বা মাউসের ক্লিককে কম্পন হিসাবে গ্রহণ করে ওই বিশেষ ভিডিও প্রযুক্তি৷ তারপর রীতিমতো অঙ্ক কষে ঠিক করে এই কম্পনে নির্দিষ্ট বস্তু বা ব্যক্তির প্রতিক্রিয়া কী হওয়া উচিত৷ সেই অনুযায়ীই দর্শক ভিডিওয় দেখতে পাবেন কম্পনের প্রভাব৷ যদিও বিষয়টি সময় ও ব্যয় সাপেক্ষ বলে জানিয়েছেন গবেষকরা৷ তাঁরা আরও বলেছেন এই প্রযুক্তিকে ব্যবহার করে বিভিন্ন গেম খেলার অভিজ্ঞতাকেও আরও জীবন্ত করে তোলা যাবে৷

দেখুন ভিডিও: 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement