Advertisement
Advertisement
Taliban

বোরখা না পরে বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা, ছাত্রীদের চাবুক মারল তালিবান, ভাইরাল ভিডিও

দক্ষিণপূর্ব আফগানিস্তানের বাদাখশান বিশ্ববিদ্যালয়ের ঘটনা।

A Video shows the Taliban whipping women protesting for their right to study in University | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 2, 2022 1:34 pm
  • Updated:November 2, 2022 4:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তালিবানি শাসনে উচ্চশিক্ষার অধিকার নেই মেয়েদের। তথাপি বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করছিল মেয়েরা। তার উপর বোরখা পরে আসেননি তাঁরা! উলটে শিক্ষার অধিকার চেয়ে প্রতিবাদ দেখাচ্ছিল। জবাবে চাবুক মারল তালিবান (Taliban)। এই ঘটনা ঘটেছে আফগানিস্তানের (Afghanistan) বাদাখশান প্রদেশের বাদাখশান বিশ্ববিদ্যালয়ে (Badakhshan University)। একটি ভিডিও (Video) প্রকাশ্যে এসেছে যাতে দেখা গিয়েছে, ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের দরজার সামানে দাঁড়িয়ে প্রতিবাদ দেখাচ্ছে, হঠাৎ এক তালিবান নিরাপত্তারক্ষী তাঁদের চাবুক মেরে সরিয়ে দেয়।

এক বছরেরও বেশি আগে গত বছরের ১৫ আগস্টে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালিবান। এর পর থেকে সে দেশে মেয়েদের সঙ্গে অন্যায় শুরু হয়েছে। কার্যত দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হয়েছেন আফগান মহিলারা। তারই নমুনা দেখা গেল বাদাখশান বিশ্ববিদ্যালয়ে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, আপাদমস্তক পোশাক পরা মেয়েরা। তাঁরা হিজাবও পরে আছেন। কিন্তু তালিবানি আইন অনুযায়ী বোরখা না পরায় বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি তাঁদের। প্রতিবাদ দেখান মেয়েরা। তাতে ক্ষিপ্ত হয়ে এক তালিবান নিরাপত্তারক্ষী চাবুক উঁচিয়ে তেড়ে আসে এবং চাবুক মারতে থাকে ছাত্রীদের লক্ষ্য করে।

Advertisement

[আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার জলসীমার মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা কিমের, পালটা হানা সিওলের]

যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, ভিড় সরিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিচালকদের ঢোকার রাস্তা করে দিতে নিরাপত্তারক্ষী ব্যবস্থা নিয়েছিল। যদিও স্পষ্ট দেখা গিয়েছে, চাবুক মারা হচ্ছে তাঁদের। ওই সময় ছাত্রীরা স্লোগান দিতে থাকেন, ‘শিক্ষার অধিকার চাই’। এদিকে ঘটনার কথা স্বীকার করেছেন বাদাখশান বিশ্ববিদ্যালয়ের সভাপতি নকিবুল্লাহ কাজিজাদা। তাঁর মতে, কিছুটা বাড়াবাড়ি করেছে নিরাপত্তারক্ষী। তিনি আরও বলেন, ছাত্রীদের দাবি বিবেচনা করে হবে।

[আরও পড়ুন: মুসলিম মহিলাদের ডিভোর্স চাওয়ার অধিকার দিয়েছে ইসলামই, মন্তব্য কেরল হাই কোর্টের]

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় পড়া তো দূর তালিবান গোষ্ঠী ষষ্ঠ শ্রেণির পরে মেয়েদের স্কুলে যেতেও নিষেধ করেছে। যার বিরুদ্ধে গোটা কাবুলে প্রতিবাদ দেখাচ্ছে মেয়েরা। গত সপ্তাহে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলি বন্ধ রাখার বিরুদ্ধে রাজধানী কাবুলের বেশ কয়েকটি স্কুলের সামনে বিক্ষোভ দেখান মহিলারা। বিক্ষোভকারীদের হাতে ছিল প্ল্যাকার্ড। তাতে লেখা ‘ভয়হীন শিক্ষা’।

এদিকে আফগান ছাত্রীদের চাবুক মারার ঘটনার সঙ্গে গুজরাটে গরবা উৎসবে ১০ মুসলিম যুবকদের হেনস্তার প্রসঙ্গ টানল তালিবানি বিদেশ মন্ত্রকের মুখপাত্র আবদুল কাহার বলখি। অভিযোগ, ওই যুবকদের প্রকাশ্যে বেত মারে পুলিশকর্মীর। এই কাজ সঠিক কিনা প্রশ্ন তুলেলেন বলখি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement