সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তালিবানের (Taliban) দখলে এখন আফগানিস্তান (Afghanistan)। গত ১৫ আগস্ট কাবুলে (Kabul) ঢুকে পড়েছিল জেহাদিরা। ফের এক অন্ধকার যুগ শুরু হওয়ার আঁচ পেয়েই রাতারাতি ৪০টির বেশি সেনা বিমান উড়িয়ে নিয়ে যাওয়া হয়। দেশ ছাড়েন আফগান সেনার বহু আধিকারিক। এদিকে ক্ষমতা দখলের পর তালিবানের হাতে এসেছে অত্যাধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার। কিন্তু সেই হেলিকপ্টার চালানোর ক্ষমতা কি আছে তালিবানের? যা ভিডিও পাওয়া যাচ্ছে তা থেকে পরিষ্কার, তালিবান অত্যাধুনিক হেলিকপ্টার ওড়াতে প্রশিক্ষিত হতে চাইছে। কিন্তু এখনও পর্যন্ত খুব বেশি সুবিধা করে উঠতে পারেনি তারা। তবে নিজেদের মতো করে হেলিকপ্টারে চড়ার কসরত করতে দেখা যাচ্ছে তাদের।
টুইটারে একটি ভিডিও পাওয়া গিয়েছে যেটি ১৮ আগস্টের। তাতে দেখা যাচ্ছে, কান্দাহার (Kandahar) বিমানবন্দরে UH-60 ব্ল্যাক হক হেলিকপ্টার নিয়ে ঘুরছে তালিবান। উপগ্রহ থেকে তোলা ছবি থেকে পরিষ্কার, মার্কিন ওই হেলিকপ্টার চালানোর আদবকায়দা রপ্ত করতে চাইছে জেহাদিরা। তালিবানের হাতে রয়েছে একটি A-29 সুপার টুকানো যুদ্ধবিমান ও MD-530F সেনা হেলিকপ্টার। ১৫ আগস্ট মাজার-ই-শেরিফ বিমানবন্দর থেকে সেগুলি দখল করেছে তালিবান।
So at least one of the Mi-17 helicopters the #Taliban captured at Herat Airport remains airworthy (geolocation: 34.2163, 62.22678)https://t.co/KiYLGVDG6k pic.twitter.com/M5TTE1I8GU
— Joseph Dempsey (@JosephHDempsey) August 17, 2021
এক মার্কিন বায়ুসেনা আধিকারিকের কথায়, ”সম্ভবত ওরা এই অত্যাধুনিক প্রযুক্তিকে ব্যবহার করতে না পেরে কোনও বিমান চালকেরই সাহায্য হবে যিনি আফগান বায়ুসেনায় কর্মরত ছিলেন। তাঁদের দিয়েই এই ধরনের বিমান বা হেলিকপ্টার চালাতে চাইবে তালিবান।”
এদিকে কাবুল বিমানবন্দর তালিবানের হাতেই তুলে দিতে চলেছে আমেরিকা। মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র নেড প্রাইসের বক্তব্যে এবার মিলল এমন ইঙ্গিত। হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বেশ কিছু অংশ দখলে নেওয়ার দাবি করেছে তালিবান। শুক্রবার মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস বলেন, “আমরা কাবুল বিমানবন্দর আফগান জনতার হাতে তুলে দেব।” বিশ্লেষকদের মতে, আমেরিকা আফগান নাগরিকদের কথা বললেও আদতে বিমানবন্দরটি তালিবানের হাতে তুলে দেওয়া হবে। ফলে আফগানিস্তান ছেড়ে বেরিয়ে আসার আর কোনও পথ খোলা থাকবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.