সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই টেক্সাসের পার্কিং লটে ভারতীয় বংশোদ্ভূতদের বিরুদ্ধে চড়াও হয়ে গো ব্যাক টু ইন্ডিয়া’ স্লোগান দিতে দেখা গিয়েছিল এক মহিলাকে। এবার পোল্যান্ডের (Poland) মাটিতেও ভারতীয়দের সঙ্গে অভব্য আচরণ করতে দেখা গেল এক মার্কিন (US) পর্যটককে। এক ভাইরাল হওয়া ভিডিওকে ঘিরে বিতর্ক ঘনিয়েছে।
পোল্যান্ডের রাজধানী ওয়ারস’তে ওই ভিডিওয় দেখা যাচ্ছে এক মার্কিন শ্বেতাঙ্গ এক ভারতীয়র দিকে ক্যামেরা তাক করে একের পর এক বিদ্বেষমূলক প্রশ্ন করে যাচ্ছেন। ভারতীয় ব্যক্তিটি তাঁকে পালটা প্রশ্ন করেন, কেন তিনি তাঁর অনুমতি না নিয়েই এভাবে ভিডিও তুলছেন। তখন ওই মার্কিন ব্যক্তি চিৎকার করে ভারতীয় ব্যক্তিটিকে ‘পরজীবী’ ও ‘গণহত্যাকারী’ বলেও গালাগালি দিতে থাকেন। তাঁকে বলতে শোনা যায়, ”আমেরিকাতে তোমাদের মতো বহু লোক আছে। তোমরা পোল্যান্ডে কী করতে এসেছ? তোমরা পোল্যান্ডেও অনুপ্রবেশ করবে? তোমাদের তো নিজের দেশ আছে। কেন সেখানে ফিরে যাচ্ছ না তোমরা?”
He’s from America but is in Poland because he’s a white man which makes him think he has the right to police immigrants in “his homeland”
Repulsive behavior, hopefully, he is recognized pic.twitter.com/MqAG5J5s6g— 🥀_Imposter_🕸️ (@Imposter_Edits) September 1, 2022
ভারতীয় ব্যক্তিটির বারবার অনুরোধ সত্ত্বেও মার্কিন পর্যটকটি লাগাতার অভব্য আচরণ করতেই থাকেন। চার মিনিটের ভিডিও জুড়ে লাগাতার আক্রমণ করতে দেখা গিয়েছে তাঁকে। ভিডিওটি ছড়িয়ে পড়েছে নেট ভুবনে। পরে জানা যায়, ওই মার্কিন পর্যটকের নাম জন মিনাডেও জুনিয়র। তিনি গোইম টিভি নামের একটি বিদ্বেষমূলক দল চালান।
প্রশ্ন উঠছে, কেন সম্প্রতি এই ধরনের ঘটনা এত বেশি ঘটছে? কেন মার্কিন শ্বেতাঙ্গরা অসহিষ্ণু আচরণ করছেন ভারতীদের সঙ্গে? উল্লেখ্য, গত সপ্তাহে ভারতীয় বংশোদ্ভূতের বিরুদ্ধে চড়াও হয়ে বিদ্বেষমূলক গালাগালি দিতে দেখা গিয়েছিল এক মহিলাকে। এমনকী ব্যাগ খুলে বন্দুকও বের করার চেষ্টা করেন তিনি। ডালাসের ওই ঘটনার ভিডিওটিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ওই মহিলাকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.