সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন যাচ্ছে পাকিস্তানে খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের উপরে বেড়েই চলেছে অত্যাচার৷ আর সেই অত্যাচার বন্ধ করতেই কৌশলী পদক্ষেপ গ্রহণ করলেন খোদ পোপ ফ্রান্সিস৷ পাকিস্তানে বসবাসকারী খ্রিস্টানদের রক্ষা করার জন্য করাচি থেকে আর্চবিশপ জোসেফ কৌট্টাসকে কার্ডিনাল ঘোষণা করলেন তিনি৷ পাক খ্রিস্টানদের স্বার্থ রক্ষার্থে তাঁর হাতে ন্যস্ত করলেন বিশেষ ক্ষমতা৷ যা গত ২৪ বছরে প্রথম৷
[রোহিঙ্গা ইস্যুতে আরও চাপে মায়ানমার, এবার আসরে ইউকে]
পরিসংখ্যান বলছে, পাকিস্তানে বর্তমানে প্রায় ২৫ লক্ষ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন থাকেন৷ তবে তাঁদের উপর বেড়েই চলেছে অত্যাচার৷ একাধিকবার জঙ্গি নাশকতার শিকার হয়েছেন তাঁরা৷ গত ডিসেম্বরেই, কোয়েট্টা প্রদেশের বেথেল মেমোরিয়াল মেথডিস্ট চার্চকে টার্গেট করেছিল সন্ত্রাসীরা৷ ফিদায়েঁ হানায় সেখানে মৃত্যু হয়েছিল ন’জন খ্রিস্টান ধর্মাবলম্বীর, গুরুতর জখম হয়েছিলেন অনেকে৷ যাতে নড়েচড়ে বসেছিল ভ্যাটিকান সিটি৷ জানা গিয়েছে, তারপরই সিদ্ধান্ত নেওয়া হয় উচ্চশ্রেণির কোনও পাক বিশপকেই কার্ডিনালের পদ দেওয়া হবে৷ সেই থেকেই বেছে নেওয়া হয় করাচির আর্চবিশপ জোসেফ কৌট্টাসের নাম৷
[রোহিঙ্গাদের জন্য প্রায় সাড়ে ৪,৫০০ কোটি টাকা অনুদান বিশ্বব্যাঙ্কের]
বৃহস্পতিবার রোমের ভ্যাটিকান সিটিতে অনুষ্ঠানের মাধ্যমে জোসেফ কৌট্টাসকে কার্ডিনালের দায়িত্ব তুলে দেন পোপ ফ্রান্সিস৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাক মন্ত্রী মহম্মদ ইউসুফ শেখ৷ বিষয়টিকে পাকিস্তানের জন্য অত্যন্ত গর্বের বলে উল্লেখ করেন তিনি৷ আরও বলেন, দেশের মধ্যে ধর্মীয় সামঞ্জস্য রক্ষার্থে এবং ক্যাথলিক চার্চের প্রতি তাঁর অবদান অনস্বীকার্য৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.