Advertisement
Advertisement
US Poll

মার্কিন নির্বাচন নিয়ে ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে এক্সে, মিলছে ভূরি ভূরি অর্থ! বিতর্কে এলন মাস্কের সংস্থা

৫ নভেম্বর মার্কিন মুলুকে ভোটের দিন।

Users spreading US poll misinformation, AI images claim being paid by X
Published by: Biswadip Dey
  • Posted:October 30, 2024 10:49 am
  • Updated:October 30, 2024 10:50 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর এক সপ্তাহও বাকি নেই মার্কিন নির্বাচনের। এই পরিস্থিতিতে সামনে এল চমকপ্রদ তথ্য। সোশাল মিডিয়া এক্সের বহু ইউজারের দাবি, তাঁরা নির্বাচন সংক্রান্ত ভুয়ো তথ্য ছড়িয়েছেন সেখানে। এআই দিয়ে তৈরি ছবি থেকে ষড়যন্ত্র তত্ত্ব- বাদ নেই কিছুই। আর এর বিনিময়ে তাঁরা রোজগার করেছেন বিপুল অর্থ। যা জুগিয়েছে এলন মাস্কের মালিকানাধীন সংস্থাই। এমনটাই দাবি বিবিসির রিপোর্টের।

ঠিক কী দাবি? বিবিসির প্রতিবেদনের দাবি, বহু এক্স হ্যান্ডল থেকে মার্কিন নির্বাচন সংক্রান্ত ভুয়ো তথ্য প্রকাশ করা হচ্ছে। কোনও কোনও ইউজার নিজেরা কনটেন্ট তৈরি করছেন। আবার অনেকে সেটা শেয়ারও করছেন। আর সেজন্যও দুশো থেকে হাজার বা তারও ঢের বেশি ডলার মিলছে! এখানেই শেষ নয়। এই ইউজাররা একে অপরের পোস্টও শেয়ার করছেন। গ্রুপ চ্যাট থেকে ফোরাম, সর্বত্রই তা শেয়ার করা হচ্ছে।

Advertisement

কাদের হয়ে ছড়ানো হচ্ছে ভুয়ো তথ্য? এক্ষেত্রে কিন্তু ডেমোক্র্যাট বা রিপাবলিকান, আলাদা করে কাউকেই কাঠগড়ায় তোলা হয়নি। বিবিসির দাবি, ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস- দুজনের নামেই ভুয়ো তথ্য ছড়ানো হয়েছে। এমনকী বাদ যাচ্ছেন না নির্দল প্রার্থীরাও। আর যে সব প্রোফাইল থেকে তা করা হয়েছে, তারা কেউই সরাসরি মার্কিন রাজনীতিকদের নিয়ন্ত্রিত ভোটপ্রচারের সঙ্গে যুক্ত নয়।

নভেম্বরের প্রথম সোমবারের পরের দিন, মঙ্গলবার আমেরিকায় ভোটগ্রহণ। অর্থাৎ ৫ তারিখ। ৫ নভেম্বর মার্কিন মুলুকে ভোটের দিন হলেও, ৪৭টি রাজে‌্য অনেক আগেই ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে। একে বলে ‘আর্লি ভোট’। লক্ষ লক্ষ মানুষের ভোটদান হয়ে যাওয়ার পরে যে সর্বশেষ জনমত সমীক্ষা প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে একেবারে কাঁটায়-কাঁটায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র‌্যাট দলের কমলা হ‌্যারিস।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement