সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেই বিষ খাইয়ে স্বামীকে খুন করেছেন। সেই ‘সাফল্য উদযাপন’ করতে স্বামীর মৃত্যুর পরের দিনই বন্ধুদের ডেকে বিশাল পার্টি দিয়েছেন। এক মার্কিন (USA) মহিলার এহেন কীর্তি দেখে অবাক তদন্তকারীরা। প্রসঙ্গত, গত বছর মার্চ মাসে মারা যান ওই মহিলার স্বামী। দীর্ঘদিন তদন্তের পরে প্রকাশ্যে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।
জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম কোরি রিচিনস। ২০২২ সালের ৪ মার্চ তাঁর স্বামীর মৃত্যু হয়। প্রাথমিকভাবে কোরি জানিয়েছিলেন, ব্যবসায় বড়সড় উন্নতি করেছিলেন বলে স্বামীর সঙ্গে জমিয়ে পার্টি করছিলেন। কিন্তু সামান্য মদ্যপানের পরেই অসুস্থ হয়ে পড়েন কোরির স্বামী। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ডাকেন কোরি। বহু চেষ্টা সত্ত্বেও ওই ব্যক্তিকে বাঁচানো যায়নি। তবে এই মৃত্যুর তদন্ত শুরু করেছিল স্থানীয় পুলিশ।
ময়নাতদন্তের পরে জানা যায়, আচমকা শরীরে ফেনট্যানিলের পরিমাণ বেড়ে যাওয়ায় মৃত্যু হয়েছে কোরির স্বামীর। স্বাভাবিকের তুলনায় প্রায় পাঁচগুণ বেশি ফেনট্যানিল খাওয়ানো হয়েছিল বলেই জানা যায় রিপোর্টে। তারপরেই পুলিশের সন্দেহের তালিকায় উঠে আসেন কোরি। তদন্তের সময়ে কোরির চ্যাট সংক্রান্ত তথ্য পুলিশের হাতে আসে। সেখান থেকেই জানা যায়, আসলে স্বামীকে হত্যার ছক কষেছেন কোরি নিজেই।
পুলিশের তরফে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এক বিশেষ ধরনের ওষুধ কেনেন কোরি। তারপরে সেই ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন তাঁর স্বামী। মার্চ মাসে ফের ওই ওষুধ খাওয়ান কোরি, তবে এবার অনেক বেশি মাত্রায়। তার জেরেই ৪ মার্চ কোরির স্বামীর মৃত্যু হয়। তারপরের দিনই বন্ধুদের ডেকে বিশাল পার্টির আয়োজন করেন কোরি। যাবতীয় অভিযোগের ভিত্তিতে আপাতত কোরিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.