ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পড়ানোর ফাঁকে ১৫ বছরের কিশোরের সঙ্গে যৌন সম্পর্ক! দীর্ঘদিন ধরে ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক চালিয়ে যাওয়ার পর অবশেষে হাতেনাতে ধরা পড়লেন ৩০ বছর বয়সি অভিযুক্ত স্কুল শিক্ষিকা ক্রিস্টিনা ফর্মেলা। পড়ুয়ার বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। আদালতে যৌন সম্পর্কের কথা স্বীকার করলেও শিক্ষিকার দাবি, তিনি নির্দোষ, আসলে এই রূপই তাঁর বিপত্তির কারণ।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২০২০ সাল থেকে আমেরিকার ইলিনয়ের ডাউনার্স গ্রভ সাউথ হাইস্কুলে শিক্ষকতা করতেন ক্রিস্টিনা। ২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে এই শিক্ষিকার কাছে আলাদাভাবে পড়তে যেত ১৫ বছরের ওই কিশোর। অভিযোগ, গত মার্চ মাসে কিশোরের মা ছেলের ফোনে কিছু অশ্লীল মেসেজ দেখতে পান। যে মেসেজগুলি ক্রিস্টিনা তাঁর ছেলেকে পাঠিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। মেসেজে এমন কিছু বার্তা ছিল যাতে স্পষ্ট হয়ে যায় কিশোরের সঙ্গে দীর্ঘ দিন ধরে যৌন সম্পর্কে লিপ্ত অভিযুক্ত শিক্ষিকা। এর পরই ওই মেসেজ-সহ পুলিশের অভিযোগ দায়ের করেন কিশোরের মা। সেইমতো গত ১৬ মার্চ গ্রেপ্তার করা হয় ক্রিস্টিনা।
যদিও শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন শিক্ষিকা। গল্পের মোড় ঘোরে ক্রিস্টিনাকে আদালতে তোলার পর। আদালতে তিনি দাবি জানান, ‘আমি সুন্দরী। এটাই আমার জন্য সবচেয়ে বড় বিপত্তির কারণ। ওই পড়ুয়ার প্রতি বিশেষ যত্নবান ছিলাম আমি। তবে তাঁর প্রতি যৌনতার কথা কখনই আমার মাথায় আসেনি। কিন্তু ওই কিশোর আমার সম্পর্কে অন্য কিছু ভেবে বসে। আমাকে পাওয়ার জন্য ব্ল্যাকমেলের পরিকল্পনা করে। সুযোগ বুঝে আমার ফোন থেকে নিজের ফোনে ওই অশ্লীল মেসেজ পাঠায় ও (কিশোর)। এরপর সেই মেসেজ সকলের কাছে ফাঁস করার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করে যৌন সম্পর্ক স্থাপন করে।’
ওই শিক্ষিকার বক্তব্য শোনার পর অবশ্য তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত। তবে আদালতের তরফে বেশকিছু শর্ত চালানো হয়েছে ক্রিস্টিনার উপর আদালত জানিয়েছে, যতদিন না মামলার ফয়সালা হচ্ছে ততদিন স্কুল চত্বরে প্রবেশ করবেন না তিনি। এবং ১৮ বছরের নিচে কোনও বালক বা কিশোরের সংস্পর্শে তিনি আসবেন না। আগামী ১৪ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.