Advertisement
Advertisement
US will prevent Iran from getting arms

‘ইরানকে রাশিয়া ও চিনের থেকে অস্ত্র কিনতে দেব না’, হুমকি মার্কিন স্বরাষ্ট্র সচিবের

পশ্চিম এশিয়াতে অশান্তির পরিবেশ সৃষ্টির পিছনে তেহরান দায়ী বলেও অভিযোগ তাঁর।

US will prevent Iran from getting Chinese, Russian arms: Mike Pompeo। Sangbad Pratidin
Published by: Soumya Mukherjee
  • Posted:September 16, 2020 5:07 pm
  • Updated:August 22, 2022 3:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই ইরানের উপর থেকে অস্ত্র সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বাধা দিয়েছিল আমেরিকা। রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের জন্য তাদের সেই উদ্দেশ্য ব্যর্থ হয়। এবার রাশিয়া ও চিনের থেকে ইরান অস্ত্র কেনার চেষ্টা করলে আমেরিকা তাতে বাধা দেবে বলে হুমকি দিলেন মার্কিন স্বরাষ্ট্রসচিব মাইক পম্পেও (Mike Pompeo)।

মঙ্গলবার ফ্রান্সের একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে মাইক পম্পেও বলেন, ‘বিশ্বকে সুরক্ষিত রাখতে সবরকমের চেষ্টা করে আমেরিকা। এই জন্য আমরা নির্দিষ্ট একটি পরিকল্পনা মেনে চলি। সেই পরিকল্পনা অনুযায়ী, ইরান (Iran) যে চিনা ট্যাঙ্ক ও রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম কেনার চেষ্টা করছে তাতে আমরা বাধা দেব। কারণ ওই অস্ত্রগুলি আবার লেবাননে অশান্তি সৃষ্টিকারী হেজবুল্লা জঙ্গিদের হাতে তুলে দিচ্ছে তেহরান। খুব তাড়াতাড়ি এই বিষয়ে হস্তক্ষেপ করবেন ফ্রান্সের রাষ্ট্রপতিও।’

Advertisement

[আরও পড়ুন: পাকিস্তানে নিপীড়িত হিন্দু-শিখ-খ্রিস্টানরা, রাষ্ট্রসংঘে ইসলামাবাদকে তুলোধোনা ভারতের ]

ইরানের বিরুদ্ধে তোপ দেগে তিনি আরও বলেন, ‘লেবাননে (Lebanon) অশান্তি সৃষ্টিকারী হেজবুল্লাকে সবরকম সমর্থন দিচ্ছে ইরান। পশ্চিম এশিয়াতে অশান্তির পরিবেশ সৃষ্টির পিছনেও তেহরানের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। প্যালেস্টাইন-ইজরাইলের সংঘাত নয় বরং ইরানের হুমকিই এখানকার অবস্থার জন্য দায়ী। তাই এখন ইরানের হাতে অনেক টাকা ও অস্ত্র তুলে দিলে তা জঙ্গিদের কাজেই ব্যবহার হবে। এটা কখনও মেনে নেওয়া যায় না।’

আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যমে এই সংক্রান্ত খবর প্রকাশ পেতেই ইরানকে হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি টুইট করেন, সংবাদমাধ্যমের খবর অনুযায়ী কাসেম সোলাইমানিকে হত্যার শোধ নিতে ইরান এরকম ষড়যন্ত্র করছে। তাদের যে কোনও ধরনের হামলার জবাব দেওয়া হবে হাজার গুণ।’

[আরও পড়ুন: ​এক মাসের মধ্যেই করোনার ভ্যাকসিন তৈরি হয়ে যাবে, ভোটের মুখে বড় ঘোষণা ট্রাম্পের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement