Advertisement
Advertisement
US Citizens China

চিনে গেলেই আটক করা হবে! নাগরিকদের সতর্কবার্তা আমেরিকার

বেআইনিভাবে মার্কিন নাগরিকদের আটক করতে চাইছে চিন, দাবি মার্কিন বিদেশ সচিবের।

US warns citizens not to visit China as they could be detained | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:July 4, 2023 11:49 am
  • Updated:July 4, 2023 11:49 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন নাগরিকদের চিন (China) সফর নিয়ে হুঁশিয়ারি দিল আমেরিকা সরকার। বিদেশ দপ্তরের থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, চিনে গেলেই বেআইনিভাবে আটক করা হতে পারে মার্কিন নাগরিকদের। তাই চিনে যাওয়ার আগে বাড়তি সতর্কতা নিন নাগরিকরা, এমনটাই নির্দেশিকা জারি করেছে বিদেশ দপ্তর। প্রসঙ্গত, গত মাসেই চিন সফরে গিয়েছিলেন মার্কিন (USA) বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন (Antony Blinken)। তার কয়েকদিন পরেই নতুন করে নির্দেশিকা জারি করল আমেরিকা।

চিনে যাওয়া নিয়ে মার্কিন নাগরিকদের জন্য আগে থেকেই বিশেষ নির্দেশিকা ছিল। সেই নির্দেশিকাকেই আরও জোরদার করা হয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র বলেছেন, দমনমূলক আইন কঠোরভাবে ব্যবহার করা হয় চিনে। অনেক ক্ষেত্রেই এই আইনের অপপ্রয়োগ হয় সেদেশে। মার্কিন নাগরিকদের ক্ষেত্রে এই অপপ্রয়োগের ঘটনা আরও বাড়তে পারে বলেই ধারণা বিদেশ দপ্তরের।

Advertisement

[আরও পড়ুন: উপরাজ্যপালের ফরমানে চাকরি গেল ৪০০ জনের, ‘আদালতে যাব’, চ্যালেঞ্জ কেজরির]

সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখেই নতুন করে নির্দেশিকা জারি করেছে বিদেশ মন্ত্রক। নাগরিকদের বলা হয়েছে, চিনে যাওয়ার সিদ্ধান্ত বারবার খতিয়ে দেখতে হবে। খুব প্রয়োজন থাকলে তবেই সেদেশে যাওয়া যেতে পারে। যাঁরা চিনে যাচ্ছেন, তাঁদের বাড়তি সতর্কতা নিয়ে যেতে অনুরোধ করেছে মার্কিন বিদেশ দপ্তর। কারণ বেআইনি ভাবেই দীর্ঘদিনের জন্য মার্কিন নাগরিকদের আটকে রাখতে পারে চিন প্রশাসন।

প্রসঙ্গত, গত মাসেই আমেরিকা সফরে গিয়েছিলেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে প্রবল টানাপোড়েনের মধ্যেই এই সফর হয়। এই সফর চলাকালীনই চিনে বন্দি মার্কিন নাগরিকদের মুক্তি দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে। তবে আমেরিকা ও চিন-দুই দেশেরই দাবি, জটিলতা কাটিয়ে ফের স্বাভাবিক হয়ে উঠেছে দ্বিপাক্ষিক সম্পর্ক। তার মধ্যেই এমন ঘোষণা আমেরিকার। 

[আরও পড়ুন: বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন ছাংতে, উদীয়মান তারকার পুরস্কার আকাশের হাতে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement