সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান দ্বন্দ্বে একবারও কি এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করেছে পাকিস্তান? ভারতের কাছে জানতে চাইল আমেরিকা৷ সূত্রের খবর, শনিবার এই বিষয়ে জানতে চেয়ে নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছে মার্কিন স্বরাষ্ট্র দপ্তর৷ পাকিস্তানের এফ-১৬ ব্যবহার সম্পর্কিত কোনও তথ্য ভারতের হাতে থাকলে, তা পেশ করতে বলা হয়েছে৷ সত্য প্রমাণিত হলে, সেক্ষেত্রে শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান৷ এমনই মনে করছে কূটনৈতিক মহল৷
[পাক অধিকৃত কাশ্মীরে ভেঙে পড়েছিল এফ-১৬, পাইলটের কী হয়েছিল জানেন? ]
অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমানটি তৈরি করেছিল মার্কিট সংস্থা লকহেড মার্টিন৷ আমেরিকার কাছ থেকে সেটি কিনেছিল পাকিস্তান৷ এবং বিশেষ কিছু শর্তেই পাকিস্তানকে এফ-১৬ বিক্রি করেছিল আমেরিকা৷ জানা গিয়েছে, এক্ষেত্রে সেই শর্তগুলি লঙ্ঘন করা হয়েছে কিনা তাই জানতে চেয়েছে আমেরিকা৷ পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পরদিন, ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তান৷ সীমান্ত টপকে ভারতে প্রবেশ করে পাক বায়ুসেনার সর্বাধুনিক যুদ্ধবিমান এফ-১৬৷ সীমান্তে ভারতীয় সেনার ঘাঁটি লক্ষ্য করে গোলাবর্ষন করে সেগুলি এবং ভারতীয় বায়ুসেনার তাড়া খেয়ে চম্পট দেয় পাকিস্তানে৷ এই ঘটনার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছে ভারত৷ নয়াদিল্লির দাবি, ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল জঙ্গি ঘাঁটিকে লক্ষ্য করে৷ পাক সেনা তো নয়’ই, সেদেশের নাগরিকদের কোনও ক্ষতি হয়নি ওই সন্ত্রাসদমন অভিযানে৷ ভারতের অভিযোগ, পাকিস্তানের তরফে হামলা করা হয়েছে ভারতীয় সেনা ঘাঁটিকে টার্গেট করে৷ এবং এক্ষেত্রে এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে৷ রাওয়ালপিণ্ডির এই পদক্ষেপ সরাসরি যুদ্ধের যাওয়ার সমান বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷
[দিনের আলোর মতো স্পষ্ট দ্বিচারিতা, পাকিস্তানের সঙ্গে জইশ যোগ মানলেন মন্ত্রী]
যদিও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ভারতের সেই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান৷ কিন্তু এই বিষয়ে যথেষ্ট তথ্য প্রমাণ পেশ করেছে ভারতের বায়ুসেনা৷ ভারতের যে অংশে গোলাবর্ষণ করেছে পাক যুদ্ধবিমান এফ-১৬৷ সেখান থেকে বোমার বিভিন্ন অংশ সংগ্রহ করেছে বায়ুসেনা৷ সংবাদমাধ্যমের সাহায্যে যা ইতিমধ্যে দেশবাসীর সামনে প্রকাশ করা হয়েছে৷ সূত্রের খবর, এই সমস্ত তথ্যই এবার আমেরিকার হাতেও তুলে দেবে নয়াদিল্লি৷ আর যদি ভারতের অভিযোগ প্রমাণিত হয়৷ সেক্ষেত্রে পাকিস্তান যথেষ্ট চাপে পড়তে হতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মহল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.