Advertisement
Advertisement

Breaking News

Lebanon

যেভাবে হোক লেবানন ছাড়ুন, নাগরিকদের সতর্কবার্তা আমেরিকা-ব্রিটেনের, কী বলছে দিল্লি?

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান হানিয়েহ। তাঁকে হত্যার পরেই ইজরায়েলের উপর হামলার নির্দেশ দিয়েছেন ইরানের ‘সর্বশক্তিমান’ সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই।

US, UK urge citizens to leave Lebanon what Delhi Say
Published by: Kishore Ghosh
  • Posted:August 3, 2024 9:38 pm
  • Updated:August 3, 2024 9:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েল এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে নিজের নিজের দেশের নাগরিকদের যেভাবে হোক লেবানন ছাড়তে বলল ব্রিটেন এবং আমেরিকা। অন্যদিকে ই‌জরায়েলের সমস্ত প্রবাসী ভারতীয়ের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছে তেল আভিভের ভারতীয় দূতাবাস। গাজায় হামাস বনাম ইজরায়েল যুদ্ধ কবে থামবে তার উত্তর এখনও অধরা। এর মাঝেই আগুনে ঘি পড়েছে ইরানের বুকে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহর মৃত্যুতে। যার বদলা নিতে ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তেহরান! এই অবস্থায় ই‌জরায়েলে থাকা ভারতীয়দের সতর্ক করল ভারতীয় দূতাবাস।

বেইরুটের মার্কিন দূতাবাস নাগরিকদের উদ্দেশে জানিয়েছে, একাধিক বিমানসংস্থা উড়ান বাতিল করেছে। অধিকাংশ টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে। এই অবস্থায় পছন্দ না হলেও যে টিকিট পাবেন তাতেই লেবানন ছাড়ার চেষ্টা করুন। একই ভাবে ব্রিটিশ সরকারও দ্রুত লেবনন ছাড়তে বলেছে নিজের দেশের নাগরিকদের। ব্রিটেনের বিদেশমন্ত্রী বলেছেন, উত্তেজেনা বাড়ছে, পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। ব্রিটিশ নাগরিকদের জন্য আমার সাফ বার্তা হল—এখনই লেবানন ছাড়ুন।

Advertisement

 

[আরও পড়ুন: ঋণের বোঝা কমাচ্ছে রাজ্য, তথ্য তুলে ধরে বিধানসভায় দাবি চন্দ্রিমার]

এদিকে মধ্যপ্রাচ্যে অশান্তির জেরে শুক্রবার সন্ধ্যায় এক্স হ্যান্ডলে ভারতীয় নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে ভারতীয় দূতাবাস। ওই বিবৃতিতে বলা হয়েছে, “এই অঞ্চলে সাম্প্রতিক পরিস্থিতির জন্যে ইজরায়েলের সমস্ত ভারতীয় নাগরিককে সতর্ক থাকতে বলা হচ্ছে। স্থানীয় প্রশাসনের নির্দেশ মতো যাবতীয় সুরক্ষা বিধি মেনে চলতে অনুরোধ করা হচ্ছে।” বিবৃতিতে আরও লেখা হয়েছে, “ইজরায়েল-নিবাসী সকল ভারতীয় নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইজরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাস।” জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে বারণ করা হয়েছে ভারতীয়দের।

 

[আরও পড়ুন: উপত্যকায় অশান্তির জের! BSF-এর প্রধান ও উপপ্রধানকে সরাল কেন্দ্র]

প্রসঙ্গত, গত ৩০ জুলাই, মঙ্গলবার, ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান হানিয়েহ। এর কয়েক ঘণ্টা পরই খুন করা হয় তাঁকে। হানিয়েহর হত্যার বদলা নিতে ইজরায়েলের উপর আক্রমণের নির্দেশ দিয়েছেন ইরানের ‘সর্বশক্তিমান’ সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই। ফলে যেকোনও সময় ইহুদি দেশটির উপর ভয়ংকর হামলা চালাতে পারে তেহরান। সমর বিশেষজ্ঞদের আশঙ্কা, অত্যাধুনিক মিসাইল ছুঁড়ে ইজরায়েলের বুকে আঘাত হানতে পারে ইসলামিক দেশটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement