সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনকে (China) ঠেকাতে নয়া কৌশল আমেরিকার (USA)। ভারতীয় ধনকুবের গৌতম আদানির (Gautam Adani) বন্দরে বিশাল অঙ্কের বিনিয়োগ করতে চলেছে মার্কিন সংস্থা। শ্রীলঙ্কার (Sri Lanka) কলম্বো (Colombo) বন্দরে শেয়ার রয়েছে আদানি গোষ্ঠীর। সেখানেই বিশাল অঙ্কের বিনিয়োগ করবে মার্কিন সরকারের এজেন্সি। প্রসঙ্গত, গত বছর থেকেই কার্যত ধসে পড়েছে শ্রীলঙ্কার অর্থনীতি। এহেন পরিস্থিতিতে দ্বীপরাষ্ট্রের ‘বন্ধু’ হয়ে ওঠার চেষ্টা করছে ভারত ও আমেরিকা।
জানা গিয়েছে, ভারতীয় মুদ্রায় আদানির বন্দরে চার হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন। সংস্থার তরফে বিবৃতি দিয়ে বলা হয়, এই বন্দরের মাধ্যমে শ্রীলঙ্কার অর্থনীতির উন্নতি হতে পারে। তাছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে সহজে বাণিজ্য করার পথও খুলে যাবে। বিবৃতিতে বিশেষ করে ভারতের নামও উল্লেখ করেছে মার্কিন সংস্থাটি।
যদিও সংস্থার সিইও স্কট নাথান সাফ বলেন, প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আরও সক্রিয় হতে চাইছে আমেরিকা। কারণ এই এলাকা থেকেই সারা বিশ্বের অর্থনীতি পরিচালিত হয়। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ চিন সাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের একাধিকপত্য ঠেকাতেই এই উদ্যোগ আমেরিকার। গত বছরই শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে বিশাল বিনিয়োগ করেছিল চিন। এবার তার পালটা দিয়ে আদানির শেয়ারে বিনিয়োগ করছে আমেরিকা।
অন্যদিকে, হিন্ডেনবার্গ রিপোর্টে বেশ বেকায়দায় পড়েছিল আদানি গোষ্ঠী। তাদের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে গোটা দুনিয়ায়। এহেন পরিস্থিতিতে মার্কিন বিনিয়োগ পেলে তাদের হারিয়ে যাওয়া সুনামও কিছুটা ফিরবে বলে অনুমান বিশেষজ্ঞদের। তবে শ্রীলঙ্কার সঙ্গে চিনের ‘বন্ধুত্বে’ ফাটল ধরাতেই একজোট হচ্ছে ভারত ও আমেরিকা, সেরকমই অনুমান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.