Advertisement
Advertisement
US shooting

পালানোর পরে বাড়ি ফিরতে নারাজ, পুলিশের সামনেই নিজের মাথায় গুলি মার্কিন কিশোরীর

পুলিশের গাড়ি থেকেই বন্দুক বের করে গুলি চালায় ১৪ বছরের কিশোরী।

US teenager shoots herself after refusing cop request to return home | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:September 26, 2023 4:48 pm
  • Updated:September 26, 2023 4:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ি থেকে পালিয়ে পার্টি করছিল ১৪ বছরের কিশোরী। চিন্তায় পড়ে মেয়েকে ফিরিয়ে আনতে পুলিশের শরণাপণ্ণ হলেন বাবা-মা। কিন্তু বাড়ি ফিরতে নারাজ সে। উদ্ধারকারী পুলিশকে দেখেই সটান নিজের মাথায় গুলি চালিয়ে ফেলল কিশোরী। বাড়ি ফেরার থেকে নিজের জীবন শেষ করে ফেলাই তার কাছে সঠিক বলে মনে হয়। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে আমেরিকার (USA) কানসাসে। মেয়েকে হারিয়ে শোকে পাথর ওই কিশোরীর বাবা।

জানা গিয়েছে, ওই কিশোরীর নাম জেইলি চিলসন। বাড়ি থেকে পালিয়ে একটি পার্টিতে যোগ দিয়েছিল সে। দীর্ঘক্ষণ না ফেরায় পুলিশে খবর দেন জেইলির বাবা। শহরের নানা এলাকায় খুঁজে শেষ পর্যন্ত ওই পার্টিতে পৌঁছয় পুলিশ। জেইলিকে দেখতে পেয়েই তাকে বাড়ি ফিরতে অনুরোধ করেন আধিকারিকরা। কিন্তু কিছুতেই বাড়ি ফিরতে নারাজ জেইলি। পুলিশের হাত থেকে পালাতে নয়া ফন্দি আঁটে সে।

Advertisement

[আরও পড়ুন: কলেজ থেকে বিতাড়িত, মা জানতে পারার পরই কুপিয়ে খুন মেয়ের]

আধিকারিকের কথা মতো পুলিশের গাড়ির কাছে পৌঁছয় জেইলি। কেউ কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে থাকা বন্দুক বের করে ফেলে সে। পুলিশের সামনেই নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়ে ফেলে জেইলি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি তাকে।

মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছেন জেইলির বাবা। তিনি বলেন, “আমার মেয়ের মতো মেয়ে হয় না। ও আমাদের সবকিছু ছিল। এখন আমাদের হৃদয়টাই ভেঙে গেল। ওর মৃত্যু মেনে নিতে পারছি না।” কেন বাড়িতে ফিরতে এত সমস্যা ছিল জেইলির? তার বাবা বলেন, বেশ কয়েকদিন ধরেই নানা বিষয়ে জেইলিকে হুমকি দিচ্ছিল বন্ধুরা। সেই কারণে বেশ ভয়ে ভয়ে ছিল ওই কিশোরী। তবে ঘটনার তদন্তে নেমে এখনও কোনও অভিযোগ পায়নি পুলিশ।

[আরও পড়ুন: কোভিডের চেয়ে ৭ গুণ ভয়ঙ্কর, আগামীর আতঙ্ক ডিজিজ এক্স, মৃত্যু হতে পারে ৫ কোটি মানুষের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement