Advertisement
Advertisement

Breaking News

পরমাণু ক্ষেত্রে ভারতকে সাহায্যের আশ্বাস ওবামার

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে চায় আমেরিকা৷

US strongly supports India's NSG bid, Barack Obama tells PM Modi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 9, 2016 11:32 am
  • Updated:May 29, 2023 3:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে চায় আমেরিকা৷ পরমাণু সহযোগিতা-সহ, জলবায়ু পরিবর্তনের মতো বিষয়েও কীভাবে একযোগে কাজ করা যায়, তা নিয়ে বৃহস্পতিবার আলোচনা করলেন নরেন্দ্র মোদি ও বারাক ওবামা৷ এদিন আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট৷ গত দু’বছরে এই দুই রাষ্ট্রনেতার এটি অষ্টম সাক্ষাৎ৷ বৈঠকে দু’জনেই পরস্পরের ভূয়সী প্রশংসা করেছেন বলে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে৷

পরে মোদি টুইট করেন, “ইন্দো-মার্কিন সম্পর্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দারুণ আলোচনা হল৷” দু’দেশের দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক আরও মজবুত করার পাশাপাশি, অসামরিক পরমাণু ক্ষেত্রে ভারতকে আরও সাহায্য করার আশ্বাস দেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট৷ সূত্রের খবর, পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে (এনএসজি) ভারতের অন্তর্ভুক্তি নিয়ে ওয়াশিংটন আন্তরিক চেষ্টা করবে বলে ওবামা জানিয়েছেন৷ বিদেশমন্ত্রকের খবর, পণ্য পরিষেবা কর-সহ (জিএসটি) ভারতের আর্থিক সংস্কারের লক্ষ্যে মোদি যে সমস্ত পদক্ষেপ করেছেন, ওবামা তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন৷ বিশেষত জিএসটি পাস হলে আর্থিক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলেও বিশ্বাস ওবামার৷ একইসঙ্গে মোদির উদ্ভাবনী শক্তি ও বাণিজ্যিক নীতিরও প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট৷

Advertisement

সূত্রের খবর, ওবামা চিরকাল ভারতের বন্ধু হিসাবে থাকতে চান৷ ভবিষ্যতেও ভারতের উন্নতিতে যথাসম্ভব সাহায্য করতে প্রস্তুত তিনি৷ এদিনের বৈঠকে জলবায়ু পরিবর্তন থেকে বিদ্যুত্‍ উৎপাদন–নানা বিষয় নিয়ে দুই নেতার কথা হয়েছে৷ আলোচনা হয় বিকল্প শক্তি নিয়েও৷ সেখানেই পরমাণু ও সৌরশক্তির কার্যকারিতা নিয়ে দু’জনে আলোচনা করেছেন৷ বৈঠকটি যথেষ্ট উষ্ণ ও আন্তরিক বলে বর্ণনা করেছে বিদেশমন্ত্রক৷ বিদায়ী মার্কিন প্রেসিডেন্টকে মোদি ভারত সফরে আমন্ত্রণ জানান৷ যার জবাবে হাল্কা চালে ওবামার জবাব, গত সফরে তাঁর ও স্ত্রী মিশেলের তাজমহল দর্শন অধরাই থেকে গিয়েছিল৷ রাজা আবদুল্লার মৃত্যুর খবর পেয়ে তাজ দর্শন বাতিল করে সৌদি আরবে চলে যেতে হয় ওবামাকে৷ আগামী জানুয়ারিতে পদ ছাড়ছেন তিনি৷ তাই এটাই দুই রাষ্ট্রনায়কের শেষ সাক্ষাত্‍ বলে মনে করছে কূটনৈতিক মহল৷ ২০১৪-র সেপ্টেম্বরে ওবামার আমন্ত্রণে মার্কিন সফরে গিয়েছিলেন মোদি৷ সেটাই ছিল তাঁদের প্রথম সাক্ষাৎ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement