Advertisement
Advertisement

Breaking News

Yemen

ইয়েমেনে বিমান হামলা মার্কিন সেনার, হাউথি নিকেশে ইজরায়েলের পাশে আমেরিকা

ইয়েমেনের রাজধানী সানায় এয়ার স্ট্রাইক আমেরিকার।

US strikes Houthi military targets in Yemen
Published by: Amit Kumar Das
  • Posted:December 22, 2024 5:05 pm
  • Updated:December 22, 2024 5:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা আমেরিকার। ধ্বংস করে দেওয়া হল ইরানের মদতপুষ্ট হাউথি জঙ্গিগোষ্ঠীর অস্ত্রভাণ্ডার। রবিবার এই হামলার কথা স্বীকার করে নিয়েছে মার্কিন সেনা। জানা যাচ্ছে, লোহিত সাগরের নিরাপত্তার লক্ষ্যে এবং হাউথিদের ধ্বংস করতেই এই হামলা চালিয়েছে আমেরিকা। সবমিলিয়ে এতদিন ধরে মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইজরায়েলের মদতদাতার ভূমিকা পালনের পর এবার অস্ত্র হাতে নিজেই মাঠে নামল আমেরিকা।

শনিবার ইজরায়েলের রাজধানী তেল আভিভের জাফা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইয়েমেনের হাউথি গোষ্ঠী। সেই হামলায় আহত হন অন্তত ২৩ জন। ইজরায়েল সেনার তরফে জানানো হয়, ওই ক্ষেপণাস্ত্র হামলা আটকাতে ব্যর্থ হয়েছে তারা। সেই হামলার পর শনিবার মধ্যরাতে ইয়েমেনের মাটিতে ঢুকে রাজধানী সানায় একের পর এক বিমান হামলা চালায় আমেরিকা। আমেরিকার তরফে জানানো হয়েছে, ওই অঞ্চলে হাউথিদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ও যুদ্ধ পরিচালনা কেন্দ্র ধ্বংস করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি লোহিত সাগরের উপর বেশ কিছু হাউথি ড্রোন ও একটি জাহাজবিরোধী ক্রুজ ক্ষেপণাস্ত্র গুড়িয়ে দেওয়া হয়েছে। মার্কিন সেনার তরফে। এই হামলা প্রসঙ্গে হাউথি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভির তরফে জানানো হয়েছে, সানার আত্তান শহরে এই হামলা চালানো হয়। হামলায় বেশ কয়েক জনের সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি আরও জানানো হয়েছে, সরাসরি আমেরিকা ও ব্রিটিশ বাহিনী এই হামলা চালিয়েছে।

Advertisement

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গাজা ভূখণ্ডে ইজরায়েলি হামলা শুরুর পরে ইরানের মদতপুষ্ট সশস্ত্র হাউথি গোষ্ঠী ইয়েমেন উপকূল থেকে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে লোহিত সাগরগামী বাণিজ্যিক জাহাজগুলিতে। আক্রান্ত হয়েছে কয়েকটি ভারতীয় জাহাজও। পাশাপাশি, ইজরায়েল ভূখণ্ড নিশানা করেও ক্ষেপণাস্ত্র ছুড়ে চলেছে তারা। চলতি মাসেও হাইপারসনিক (শব্দের চেয়ে পাঁচ গুণ বা তার বেশি গতিসম্পন্ন) প্যালেস্টাইন-২ ক্ষেপণাস্ত্র দিয়ে ইজরায়েলে হামলা করেছিল তারা।

এই অবস্থায় হাউথিদের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়াতে গত বৃহস্পতিবার ইয়েমেনে হামলা চালায় ইজরায়েল। সানা ও বন্দরনগরী হোদেইদাহতে বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি স্থাপনায় হামলা চালানো হয়। ওই হামলায় কমপক্ষে ৯ জন নিহত হন। হাউথিদের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাবে ওই হামলা চালানো হয় বলে দাবি করে ইজরায়েল। হামলা ও পালটা হামলার মাঝেই এবার হাউথিদের বিরুদ্ধে ইয়েমেনের মাটিতে ঢুকে হামলা চালাল আমেরিকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement