Advertisement
Advertisement

Breaking News

CAA

‘ভারতীয় মুসলিমদের বিপাকে ফেলবে CAA’, ফের তোপ আমেরিকার

রমজান মাসে কেন সিএএ কার্যকরের বিজ্ঞপ্তি? প্রশ্ন মার্কিন সেনেটরের।

US senator express concern over implementation of CAA

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 19, 2024 1:37 pm
  • Updated:March 19, 2024 2:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সিএএকে (CAA) তোপ দাগলেন আমেরিকার সাংসদ। তাঁর কথায়, ভারতীয় মুসলিমদের বিপাকে ফেলবে সিএএ। রমজান মাসেই এই আইন কার্যকর হওয়ায় গোটা বিষয়টা আরও খারাপ হয়ে উঠছে। প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার পরে উদ্বেগ প্রকাশ করেছিল আমেরিকার (US) বিদেশ দপ্তর। কয়েকদিনের মধ্যেই ফের তোপ দাগলেন মার্কিন সাংসদ।

গত সোমবার সিএএ কার্যকরের বিজ্ঞপ্তি জারির পরেই বিশেষ বার্তা দেয় আমেরিকা। বিদেশ দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “গত ১১ মার্চ সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে সেটা নিয়ে আমরা গভীরভাবে চিন্তিত। ভারতে কীভাবে এই আইন কার্যকর হবে, সেদিকে কড়া নজর রাখছি। গণতন্ত্রের মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম ধর্মীয় স্বাধীনতা আর সকল সম্প্রদায়ের সমানাধিকার।” তবে আমেরিকার এই মন্তব্যের পালটা দিয়ে ভারত জানায়, ভুল তথ্যের ভিত্তিতে এমন অযৌক্তিক বার্তা দিচ্ছে আমেরিকা।

Advertisement

[আরও পড়ুন: ঘুষ নেওয়ার অভিযোগে তদন্ত, মার্কিন বিচার বিভাগের নোটিস আদানি গোষ্ঠীকে!

কিন্তু ভারতের এই বার্তার পরেও বদলায়নি মার্কিন প্রশাসনের মনোভাব। সোমবার ডেমোক্র্যাট সাংসদ বেন কার্ডিন একটি বিবৃতি দিয়ে বলেন, “বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন পাশ করেছে ভারত সরকার, সেটা নিয়ে আমি খুবই চিন্তিত। এই আইনের ফলে খুবই সমস্যায় পড়তে পারেন ভারতীয় মুসলিমরা। তাছাড়া রমজান মাসেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বিষয়টা আরও খারাপ হচ্ছে। আগের তুলনায় ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক আরও মজবুত হচ্ছে। কিন্তু ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মানবাধিকার যেন সুরক্ষিত থাকে, সেটাও লক্ষ্য রাখা উচিত আমাদের এই সহযোগিতার ক্ষেত্রে।”

প্রসঙ্গত, মার্কিন সেনেটের আন্তর্জাতিক সম্পর্কের কমিটির চেয়ারম্যান এই কার্ডিন। তাঁর মন্তব্যের যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় মার্কিন বিদেশ নীতির ক্ষেত্রে। সিএএর ফলে ভারতীয় মুসলিমরা নাগরিকত্ব যাবে না বলেই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে তাঁর বক্তব্যের পরেও নিজেদের অবস্থান বদলাতে নারাজ ‘বন্ধু’ আমেরিকা।

[আরও পড়ুন: আরও বিপাকে রামদেব, পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় সুপ্রিম তলব যোগগুরুকে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement