Advertisement
Advertisement

Breaking News

US

ইজরায়েল যুদ্ধ-সহ একাধিক বিষয়ে আলোচনা, ভারতে আসছেন মার্কিন বিদেশসচিব, প্রতিরক্ষা সচিব

সূত্রের খবর, নভেম্বরে দিল্লি সফরে অ্যান্টনি ব্লিঙ্কেন, লয়েড অস্টিন।

US Secretary of State, Secretary of Defence to visit India in November, according to the sources | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 23, 2023 9:56 am
  • Updated:October 23, 2023 10:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধ এই মুহূর্তে আন্তর্জাতিক মহলের মাথাব্যথার সবচেয়ে বড় কারণ। ইজরায়েল-হামাস বাহিনীর যুদ্ধ (Israel-Palestine War)পরিস্থিতিতে মাথা ঘামাচ্ছে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলি। পরিস্থিতি খতিয়ে দেখতে ইজরায়েল সফরে গিয়েছেন মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রেসিডেন্ট জো বাইডেন। বিবদমান ইজরায়েল-হামাসের সংঘর্ষ কীভাবে থামানো যায়, এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেসব নিয়ে ভারতের (India) সঙ্গে আলোচনা চায় আমেরিকা। এছাড়া আরও একাধিক বিষয়ে আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে আগামী মাসে ভারত সফরে আসছেন মার্কিন বিদেশসচিব (US Secretary of State) ও প্রতিরক্ষা সচিব।

সূত্রের খবর, আসন্ন সফরে অ্যান্টনি ব্লিঙ্কেন ও লয়েড অস্টিন বৈঠক করবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে। তবে তার দিনক্ষণ চূড়ান্ত হয়নি এখনও। ভারত-আমেরিকার (India-US) দ্বিপাক্ষিক সম্পর্কে নজরে একাধিক বিষয়। QUAD সদস্য হিসেবে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সুরক্ষা তথা ভারত-চিন সীমান্ত নিরাপত্তা, আমেরিকার সঙ্গে ভারতের সমরাস্ত্র কেনাবেচা, দু দেশের বন্ধু রাষ্ট্র ইজরায়েলে হামাসে হামলা নিয়ে পদক্ষেপ স্থির করা-সহ নানা বিষয় নিয়ে দু দেশের মধ্যে আলোচনার সম্ভাবনা। আরও তাৎপর্যপূর্ণ, একইসঙ্গে মার্কিন বিদেশসচিব ও প্রতিরক্ষা সচিবের (Secretary of Defence) ভারতে আসা। সূত্রের খবর, নভেম্বরেই আসছেন ব্লিঙ্কেন এবং অস্টিন।

Advertisement

[আরও পড়ুন: বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে যথেচ্ছ ফিজ নয়, নিয়ম বেঁধে দিল রাজ্য়]

সূত্রের আরও খবর, তাঁদের এই সফরে মূলত নিরাপত্তা নিয়েই আলোচনা হতে চলেছে। জয়শংকর এবং রাজনাথ সিংয়ের সঙ্গে তাঁরা বৈঠক করবেন। ভারতের উত্তরে চিন সীমান্তে লালফৌজের আনাগোনার দিকে কড়া নজর রাখছে আমেরিকা। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুরক্ষা নিয়েও চিন্তিত। রাজনাথ-লয়েডের বৈঠকে উঠে আসতে পারে এই বিষয়টি।

[আরও পড়ুন: নারীর হাতে দেবীর পূজা! প্রথমবার দুর্গাপুজোর দায়িত্বে মালদহের ২ মহিলা পুরোহিত]

এছাড়া মার্কিন যুদ্ধাস্ত্রের অন্যতম ক্রেতা এখন ভারত। সম্প্রতি ৩০০ কোটি টাকা দিয়ে আমেরিকার থেকে ‘প্রিডেটর ড্রোন’ ও আনুসাঙ্গিক প্রতিরক্ষা সিস্টেম কিনছে নয়াদিল্লি। দু দেশের মধ্যে প্রতিরক্ষা আরও কীভাবে মজবুত করা যায়, তা নিয়েও কথা হওয়ার সম্ভাবনা দুজনের। সবমিলিয়ে, মার্কিন বিদেশ ও প্রতিরক্ষা সচিবের আসন্ন ভারত সফর নানা দিক থেকেই অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement