Advertisement
Advertisement

Breaking News

ছাত্রীর ব্যাগে রাখা আগ্নেয়াস্ত্র থেকে ছিটকে বেরোল গুলি, তারপর…

শোরগোল মার্কিন মুলুকে।

US: School student accidentally opens fire, injures two
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 2, 2018 3:51 pm
  • Updated:February 2, 2018 3:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্দুকবাজের হামলা নয়। নেহাতই দুর্ঘটনাবশত গুলি চলল আমেরিকার একটি স্কুলে! গুলিবিদ্ধ স্কুলের ২ পড়ুয়া। একজনের মাথায় গুলি লেগেছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অপরজন স্থিতিশীল। ঘটনায় স্কুলেরই ১২ বছরের এক ছাত্রীকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহারে অসতর্কতার অভিযোগে মামলা রুজু করেছে মার্কিন পুলিশ।

[আত্মঘাতী ফিদেল কাস্ত্রোর ছেলে ফিদেলিতো, কারণ ঘিরে জল্পনা কিউবায় ]

Advertisement

স্থানীয় সময়ে বৃহস্পতিবার সকাল ৯টা। রোজকারের মতোই পড়ুয়াদের ভিড়ে সরগরম লস অ্যাঞ্জেলসের কাস্ত্রো মিডল স্কুল। আচমকাই গুলির শব্দ! তুমুল আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করে পড়ুয়ারা। স্কুলে চত্বরে গুলিবিদ্ধ হয় বছর পনেরো দুই পড়ুয়া। অল্প বিস্তর চোট লাগে আরও কয়েকজনের। পুলিশ জানিয়েছে, স্কুলে বন্দুক নিয়ে এসেছিল জর্জন ভ্যালেনজুয়েলা নামে এক ছাত্রী। অসাবধানতাবশত আচমকাই তার বন্দুক থেকে গুলি ছিটকে বেরোয়। আর তাতেই এই বিপর্যয়। ওই ছাত্রীর এক সহপাঠী জানিয়েছে, ঘটনার পরই কান্নার ভেঙে পড়ে জর্জন। বারবারই বছর বারোর ওই কিশোরী বলেছিল, ইচ্ছাকৃতভাবে স্কুলে গুলি চালায়নি সে। সহপাঠীকে জর্জন জানিয়েছে, তার ব্যাকপ্যাকে বন্দুকটি রাখা ছিল। শ্রেণিকক্ষের বেঞ্চে ব্যাগটি রাখার সময়ে আচমকাই বন্দুক থেকে গুলি বেরিয়ে যায়। সাতসকালে এই ঘটনায় শোরগোল পড়ে যায় স্কুলে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। স্কুল চত্বর থেকে বন্দুকটি উদ্ধার করা হয়। জর্জন ভ্যালেনজুয়েলা নামে ওই পড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহারে অসতর্কতার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। কিন্তু, স্কুলে কেন বন্দুক নিয়ে এসেছিল ওই পড়ুয়া?  তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, গুলিবিদ্ধ ২ পড়ুয়ার যার মাথায় গুলি লেগেছে, তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

[পুলিশকে মার, প্রিজন ভ্যান থেকে তিন নেতাকে ছিনতাই বিএনপি’র]

বস্তুত, মার্কিন মুলুকের বন্দুকবাজের হামলা নতুন নয়। গত ডিসে্ম্বের ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে বন্দুকবাজের হামলা প্রাণ গিয়েছিল ১ জনের। স্কুলেও যে গুলি চলেনি, এমনটা নয়। তবে স্কুলে ছাত্রীর গুলিচালনার ঘটনা সচরাচর ঘটে না। এরআগে ১৯৭৯ সালে সান্তিয়াগোর এক স্কুলে গুলি চালিয়েছিল এক ছাত্রী। নিহত হয়েছিলেন স্কুলে পিন্সিপাল ও এক নিরাপত্তারক্ষী। আহত হয়েছিল ৮ জন শিশু।

[প্রথম ‘স্টেট অফ দ্য ইউনিয়ন’ বক্তৃতা ট্রাম্পের, চান মেধাভিত্তিক অভিবাসন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement