Advertisement
Advertisement

Breaking News

COVID-19

Coronavirus: টিকার দু’টি ডোজ নিলেও পরতে হবে মাস্ক, ফের বিধি বদল আমেরিকায়

হোয়াইট হাউসের সমস্ত কর্মচারীকে মাস্ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

US says vaccinated people in high Covid-19 risk areas to mask again as Delta variant spreads rapidly | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:July 28, 2021 11:15 am
  • Updated:July 28, 2021 11:15 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনই ফেরা যাবে না স্বাভাবিক জীবনে। ইচ্ছেমতো মাস্ক খুলেও ঘোরা যাবে না। তা যতই টিকার (Vaccination) দুটি ডোজ নেওয়া থাকুক না কেন! এমনই বলছে আমেরিকার (America) স্বাস্থ্য বিষয়ক সংস্থা। তাঁদের কথায়, সংক্রমণ ছড়িয়েছে এমন জায়গায় ‘ইনডোর সেটিং’এ মাস্ক পরা বাধ্যতামূলক। যাঁরা টিকার দুটি ডোজ নিয়েছেন তাঁদেরও পরতে হবে মাস্ক। কী এই ‘ইনডোর সেটিং’? চার দেওয়ালের মধ্যে বহু মানুষ জড়ো হন, এমন জায়গা। অর্থাৎ অফিস, সিনেমা হল কিংবা অডিটোরিয়াম।

মে মাসেই আমেরিকার Centers for Disease Control and Prevention জানিয়েছিল, যাঁদের ভ্যাকসিনের ডোজ সম্পূর্ণ হয়েছে ইনডোর সেটিংয়ে তাঁদের মাস্ক পরার প্রয়োজনীয়তা নেই। মাস ঘুরতেই সেই অবস্থান থেকে সরে দাঁড়াল ওই সংস্থা। সংস্থার ডিরেক্টর রচেল ওয়ালেনস্কি জানিয়েছেন, আমেরিকার বিভিন্ন প্রান্তে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়াচ্ছে। হুড়মুড়িয়ে বাড়ছে সংক্রমণ। তাই মাস্ক নিয়ে নতুন নির্দেশিকা দেওয়া হল। উল্লেখ্য, ওয়াশিংটনে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। সে কথা মাথায় রেখে হোয়াইট হাউসের সমস্ত কর্মচারীকে মাস্ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: Pakistan থেকে সরে আফগানিস্তানে ঘাঁটি গেড়েছে লস্কর, ভারতকে জানাল কাবুল]

করোনা সংক্রমণে বিপর্যস্ত ছিল আমেরিকা। দৈনিক সংক্রমণ থেকে মৃত্যু সমস্ত দিকেই বাকিদের পিছনে ফেলে শীর্ষে পৌঁছে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। টিকাকরণ শুরুর পর পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসে। তবে সে দেশে টিকাকরণ কম হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতি টিকাকরণের গতি আনতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। Centers for Disease Control and Prevention-এর নয়া নির্দেশিকার পর আরও দ্রুত টিকাকরণ সেরে ফেলার নির্দেশ দিলেন তিনি।

[আরও পড়ুন: শেষ হতে চলেছে আমেরিকার ‘Mission Iraq’, লাগাতার যুদ্ধে ইতি টেনে ঘোষণা বাইডেনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement