সংবাদ প্রতিডিন ডিজিটাল ডেস্ক: ভারতে তেল সরবরাহের জন্য ইরান সবরকম চেষ্টা করবে। ইরান দূতাবাসের তরফ থেকে বুধবার একথা জানানো হয়েছে। দিন দুই আগে ইরানের ডেপুটি অ্যাম্বাসাডর ও চার্জ দ্য’অ্যাফেয়ার্স মাসুদ রেজভানিয়ান রাহাগি নয়াদিল্লিকে সতর্ক করেছিলেন ইরান থেকে তেল যদি না নেয়, তবে ‘বিশেষ সুবিধা’ থেকে বঞ্ছিত হবে ভারত। তারপর গতকালই ইরান দূতাবাসের তরফ থেকে এমন ঘোষণা করা হল।
দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, অস্থায়ী শক্তি নিয়ে অনেক সমস্যায় জর্জরিত রয়েছে দিল্লি। তবে ভারত এনার্জি পার্টনার হিসেবে কাকে বেছে নেবে তা সম্পূর্ণ সেই দেশের উপরই নির্ভর করে। এখানে ইরান কিছু বলতে পারে না। তবে এটুকু বলা যায়, ভারতে তেল সরবরাহ যাতে ঠিকমতো হয়, তার জন্য চেষ্টার কোনও ত্রুটি করবে না ইরান। দ্বিপাক্ষিক বাণিজ্যের যে কথা দুই দেশের মধ্যে হয়েছে, তা রক্ষা করা হবে।
[ কাশ্মীর সংক্রান্ত রাষ্ট্রসংঘের রিপোর্টে পাক প্রভাব! ফাঁস চাঞ্চল্যকর তথ্য ]
ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে সরে এসে আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। আমেরিকার এই পদক্ষেপের ফলে সমস্যায় পড়েছে নয়াদিল্লি। ইরানের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে গেলে ভাঁটা পড়বে আমেরিকার সঙ্গে সম্পর্কে। এই মুহূর্তে তেমনটি চাইছে না দিল্লি। তাই কিছুটা দ্বিধাতেই রয়েছে কূটনৈতিক মহল। ভারতের সেই দ্বিধার কথা উল্লেখ করেই ইরান জানিয়েছে, মার্কিন হুমকির পরোয়া তারা করে না। ভারত যদি তেল নিতে চায় তাতে ইরান তার সেরাটা দেবে।
[ লন্ডনের আদালতে নিজেকে ‘গরিব’ বলে দাবি বিজয় মালিয়ার ]
দিন দুই আগে রাহাগি বলেছিলেন, সৌদি আরব, রাশিয়া, ইরাক বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারত যদি তেল নেয়, তবে তাকে কড়া মাশুল দিতে হবে। এমনকী, চাবাহার বন্দর নিয়েও ভারতের অবস্থানের সমালোচনা করেছিলেন তিনি। তিনি অভিযোগ তুলেছিলেন, চাবাহার বন্দরের সম্প্রসারণে বিনিয়োগের চুক্তি মানছে না ভারত। পাকিস্তানকে টপকে আফগানিস্তান এবং ইরানের সঙ্গে সরাসরি বাণিজ্য করতে পারবে ভারত। কিন্তু ভারত এনিয়ে কোনও উদ্যোগই দেখাচ্ছে না। এর জন্য যে বিনিয়োগ করার কথা ছিল, তাও ভারত রাখেনি বলে অভিযোগ তোলেন তিনি।
ইরান দূতাবাসের তরফে এই নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ভারত ও অন্যান্য দেশের জন্য ইরান সবসময় বিশ্বস্ত এনার্জি পার্টনার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.