Advertisement
Advertisement
আমেরিকা

নিয়মভঙ্গের অভিযোগ, আমেরিকায় ভারতের বিশেষ বিমান চলাচলে বিধিনিষেধ ট্রাম্পের

‘বন্দে ভারত’ প্রকল্পের নামে আন্তর্জাতিক উড়ান চালাচ্ছে এয়ার ইন্ডিয়া, অভিযোগ মার্কিন প্রশাসনের।

US restricts Vande Bharat flights by Air India, cites India ban
Published by: Subhajit Mandal
  • Posted:June 24, 2020 11:11 am
  • Updated:June 24, 2020 11:32 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনের সময় আমেরিকায় থাকা ভারতীয়দের দেশে ফেরানোর জন্য বিশেষ বিমান চালাচ্ছিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। ‘বন্দে ভারত’ প্রকল্পে সেই বিমান চলাচলের ওপরে বিধিনিষেধ আরোপ করল ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রশাসন। ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক চুক্তি ভেঙে ‘অন্যায় ও বৈষম্যমূলক’ আচরণের অভিযোগ করেছে আমেরিকা

trump-intarractive-session

Advertisement

সোমবার আমেরিকা জানিয়েছে, ভারত দু’দেশের বিমান চলাচল সংক্রান্ত নিয়ম কানুন মানছে না। প্রসঙ্গত, করোনার কারণে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ হওয়ার পর বিশেষ বিমানে আমেরিকা থেকে ভারতীয়দের
দেশে ফেরাচ্ছিল এয়ার ইন্ডিয়া। অথচ, ভারতে আটকে পড়া মার্কিন নাগরিকদের আমেরিকায় পাঠানো এবং আমেরিকা থেকে ভারতীয়দের নিয়ে যাওয়া, দু’ক্ষেত্রেই যাত্রীদের টিকিট বিক্রি করছে এয়ার ইন্ডিয়া (Air India)। আন্তর্জাতিক উড়ান বন্ধ থাকায় আমেরিকা থেকে কোনও বিমানকে এ দেশে আসতে দেওয়া হচ্ছে না। তাতে মার্কিন বিমান সংস্থাগুলি প্রবল ক্ষতির সম্মুখীন হচ্ছে। মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ২২ জুলাই থেকে ইন্দো-মার্কিন রুটে বিমান চালাতে মার্কিন পরিবহণ দপ্তরের কাছ থেকে বিশেষ অনুমোদন জোগাড় করতে হবে এয়ার ইন্ডিয়াকে। এতে মার্কিন বিমান পরিবহণ দপ্তর ওইসব বিমান দু’দেশের চুক্তি মানছে কিনা তা খতিয়ে দেখতে পারবে।

[আরও পড়ুন: আমেরিকার বেকারত্ব দূর করতে উদ্যোগ, সাময়িকভাবে H1-B ভিসা বাতিল করলেন ট্রাম্প]

পাশাপাশি মার্কিন বিমান ভারতে চলাচলের ক্ষেত্রে যে বিধিনিষেধ দিল্লি আরোপ করেছে তা তুলে নিলে ভেবে দেখতে পারে মার্কিন প্রশাসন।মার্কিন মুলুক থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে সে দেশের সরকারের
সঙ্গে চুক্তিও হয়েছিল ভারতের। কিন্তু সেই চুক্তি পাশ কাটিয়ে প্রকারান্তরে এয়ার ইন্ডিয়া ‘বন্দে ভারত’ প্রকল্পের নামে আন্তর্জাতিক উড়ান চালাচ্ছে বলে অভিযোগ মার্কিন সরকারের। এমনকি মহামারির আগে
ইন্দো-মার্কিন রুটে যত সংখ্যক বিমান চালানো হত, বর্তমানে তার অর্ধেকের বেশি বিমান চালানো হচ্ছে বলেও অভিযোগ তাদের। অভিযোগ, এটা আদৌ উদ্ধার অভিযান নয়, ভারত বাণিজ্যিকভাবে
বিমান চালাচ্ছে। কিন্তু ভারতীয় আকাশসীমায় মার্কিন বিমান ঢুকতে না দেওয়ায় তারা লোকসানের মুখে পড়ছে। আর বিমান চালানোর অনুমতি দিলেও সরাসরি যাত্রীদের বিমানের টিকিট বিক্রি করার অনুমতি নেই তাদের।এর পরেই আমেরিকা ও অন্য দেশের তরফে আসা একই ধরনের উড়ান চালানোর প্রস্তাব বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারত।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement