Advertisement
Advertisement

রুশ-ভারত এস-৪০০ চুক্তি নিয়ে কী প্রতিক্রিয়া আমেরিকার?

কী অবস্থান নয়াদিল্লির?

US reaction on India-Russia S-400 deal
Published by: Monishankar Choudhury
  • Posted:October 6, 2018 9:27 am
  • Updated:October 6, 2018 9:27 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি করা নিয়ে বেশ কিছুদিন ধরেই কূটনৈতিকস্তরে আপত্তি জানিয়ে আসছিল আমেরিকা। অথচ, শুক্রবার রাজধানী দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে বহুচর্চিত এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার চুক্তি স্বাক্ষর হতেই সুর নরম পালটে ফেললো সেই আমেরিকাই। তাদের পক্ষ থেকে সাফাই দেওয়া হয়েছে, রাশিয়ার বাড়াবাড়ি সামলানোর জন্যই বাধ্য হয়ে আমেরিকা ক্যাটসা আইন চালু করেছিল। চুক্তি হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লির আমেরিকার দূতাবাসের পক্ষ থেকেই এই বিষয়ে প্রথম প্রতিক্রিয়া আসে।

[কী এই এস-৪০০? রাশিয়ার সঙ্গে অস্ত্রচুক্তিতে কেন মরিয়া দিল্লি?]

Advertisement

যেখানে স্পষ্ট বলা হয়েছে, ‘আমেরিকার সহযোগী ও বন্ধু দেশের (ভারতের) প্রতিরক্ষা ক্ষমতার লোকসান বা ক্ষতি করার উদ্দেশ্যে ক্যাটসা আইন চালু করা হয়নি। এটা করা হয়েছিল রাশিয়াকে সংযত ও নিয়ন্ত্রণ করতেই। ক্যাটসা যে রাশিয়ার উপরেই বসানো হয়েছিল এবং ভারতের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই, এদিন মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সেই তা স্পষ্ট জানানো হয়েছে। দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, রাশিয়ার উপর ক্যাটসা বসানোর কারণ হল তাদের অপমানজনকর ব্যবহার। ক্যাটসা কখনই আমাদের সহযোগী দেশের (ভারতের) সামরিক ক্ষমতার ক্ষতি উদ্দেশ্যে কার্যকর করা হয়নি।”

আমেরিকার তরফ থেকে ‘কাউন্টারিং আমেরিকাস অ্যাডভার্সারিস থ্রু স্যাংশন অ্যাক্ট’ (ক্যাটসা) কার্যকর করে প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়ার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। মূলত, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের মধ্যে চরম কূটনৈতিক সংঘাতের কারণেই ক্যাটসা ব্যবহার করা হয়েছিল বলেই মত বিশেষজ্ঞমহলের। এদিন সুর নরম করলেও রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসন কয়েক মাস ধরে ভারতকেও সতর্ক করে আসছিল। কিন্তু তাতে একদমই গুরুত্ব না দিয়ে পুতিনের ভারত সফরের সময়ে আকাশ প্রতিরক্ষা সম্পর্কিত চুক্তি করে নয়াদিল্লিও বার্তা দিল, আমেরিকার রক্তচক্ষুকে তারা একদমই পাত্তা দিচ্ছে না।

অবশ্য, ভারত যে আমেরিকার ক্যাটসাকে গুরুত্ব দেবে না সেকথা চলতি বছরের জুন মাসেই জানিয়ে দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতরামণ। সেই সময়েই নির্মলা বলেছিলেন, “আমেরিকার সঙ্গে আমাদের যে সব চুক্তি হয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে ভারত ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে। কয়েক দশক ধরেই এই সম্পর্ক চলে আসছে। আমরা আগেই আমেরিকার কাছে উল্লেখ করে দিয়েছি, যে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রে ক্যাটসা কোনও বাধা হবে না।” প্রতিরক্ষা মন্ত্রী রাশিয়া নিয়ে ভারতের কি অবস্থানের তা আগেই স্পষ্ট করে দেওয়ার পরে এদিন তাতেই অনড় থাকল নয়াদিল্লি। একইসঙ্গে ৫০০ কোটি মার্কিন ডলারের এস-৪০০ মহাচুক্তি সম্পাদন করে গোটা দুনিয়ায় ভারতের স্বাধীন বিদেশনীতি আর স্পষ্ট করল মোদি সরকার এবং নিজেদের ভাবমূর্তি আরও বলিষ্ঠ করল ভারত।

[পুরভোটের আগেই রক্তাক্ত উপত্যকা, জঙ্গিদের গুলিতে খুন দুই রাজনৈতিক কর্মী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement