Advertisement
Advertisement
US Presidential Election 2024

ট্রাম্পে সাবধানী চিন! নতুন অধ্যায়ের সূচনা হতে পারে, বলছে বেজিং

৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বুধবার রাতেই প্রেসিডেন্ট শি জিনপিং ফোন করে ট্রাম্পকে শুভেচ্ছা জানান।

US Presidential Election 2024: China Congratulates Donald Trump on Pesidential win
Published by: Kishore Ghosh
  • Posted:November 7, 2024 10:53 am
  • Updated:November 7, 2024 6:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্বভাবতই গোটা বিশ্বের শুভেচ্ছা বার্তায় ভাসছেন তিনি। অবশেষে সাবধানী প্রতিক্রিয়া জানাল চিন। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় চিনের বিদেশ দপ্তর জানিয়েছে, আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে সাম্প্রতিক ফলাফলের জেরে “বেজিং-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন যুগের সূচনা হতে পারে।” পাশাপাশি বুধবার রাতেই প্রেসিডেন্ট শি জিনপিং ফোন করে ট্রাম্পকে শুভেচ্ছা জানান!

চিনের শাসকদল কমিউনিস্ট পার্টির মুখপত্রে জানানো হয়েছে, জিনপিং শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্পকে। অন্যদিকে চিনা বিদেশ দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, “আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি মেনে চলবে চিন।” পাশাপাশি চিনের বিদেশমন্ত্রী এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানান নতুন মার্কিন প্রেসিডেন্টকে। সমাজমাধ্যমের বিবৃতিতে লেখা হয়েছে, “আমেরিকার নাগরিকদের পছন্দকে আমরা শ্রদ্ধা করি। নির্বাচনে (US Presidential Election 2024) জয়ে শুভেচ্ছা জানাই ডোনাল্ড ট্রাম্পকে।”

ট্রাম্পের ঘোষিত কড়া বিদেশনীতি চিন-মার্কিন সম্পর্ককে কীভাবে প্রভাবিত করবে, তার দিকে তাকিয়ে গোটা বিশ্ব। নির্বাচনী প্রচারে বার বার বেজিংকে খোঁচা দিয়েছেন রিপাবলিকান প্রার্থী। দাবি করা হয়েছে, মার্কিন অর্থনীতি ভেঙে পড়ার অন্যতম কারণ চিনা সংস্থাগুলির গভীর ষড়যন্ত্র। চিনা কৌশলেই ক্রমশ আমেরিকায় উৎপাদন শিল্প সঙ্কুচিত হয়েছে। এছাড়াও তাইওয়ানকে কেন্দ্র করে আমেরিকা-চিন সংঘাতে ট্রাম্প সরকার কোন ভূমিকা নেয়, তা নিয়েও কৌতূহলী আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এবং অবশ্যই ভারত-চিন সম্পর্কে আমেরিকা ভূমিক নিয়ে নজর থাকবে দিল্লির। যখন সদ্য সীমান্তে সামরিক তৎপরতা কমিয়েছে দুই দেশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement