Advertisement
Advertisement

Breaking News

Joe Biden

দ্বিপাক্ষিক সম্পর্কে জোর, চলতি বছরেই ভারতে সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ২০২৩ সালটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বলছে ওয়কিবহাল মহল।

US President Joe Biden to Visit India In September | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:April 22, 2023 3:10 pm
  • Updated:April 22, 2023 3:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেপ্টেম্বরে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden)। প্রেসিডেন্ট পদে থাকাকালীন এই প্রথমবার ভারত সফরে আসছেন তিনি। জি-২০ সম্মেলনে (G-20 Summit) অংশ নিতেই এ দেশে আসবেন তিনি। এ খবর জানিয়ে মধ্য ও দক্ষিণ এশিয়া সংক্রান্ত আমেরিকার সহকারী সচিব ডোনাল্ড লু বলেন, “ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ২০২৩ সালটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী কয়েক মাসে আর কী কী হয় তা নিয়ে আমরাও উৎসাহিত।” মার্কিন প্রেসিডেন্টের ভারত সফর যে দু’দেশের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

G-20 সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত। সেই সূত্র ধরে দেশের প্রতিটি কোণায় একাধিক বৈঠক হচ্ছে। সেপ্টেম্বরে সম্মেলনের বৈঠকে যোগ দিতে ভারতে আসবেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট পদে বসার পর এটাই তাঁর প্রথম সফর হতে চলেছে। এ বিষয়ে আমেরিকার সহকারী সচিব জানিয়েছেন. এটা খুবই গুরুত্বপূর্ণ বছর। ভারত জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করছে। জাপান জি-৭ সম্মেলনের আয়োজক। আমেরিকায় আয়োজিত হবে APEC। আমাদের কোয়াড সদস্যরা নেতৃত্বে উঠে আসছে। একের পর এক এধরনের সম্মেলন আমাদের আরও কাছে নিয়ে আসছে।

Advertisement

[আরও পড়ুন: ‘বাড়ির লোক পাগল প্রমাণের চেষ্টা করছে’, অশান্তির জন্য ‘পালিয়ে’ দিল্লিতে! নয়া দাবি মুকুলের]

শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্ট নন, চলতি বছর ভারতে আসছেন বিদেশ সচিব টনি ব্লিঙ্কেন, অর্থ সচিব জ্যানেট ইয়েলেন ও বাণিজ্য সতিব গিনা রাইমন্ডো। ফলে বিভিন্ন প্রেক্ষিতে দু’দেশের সম্পর্ক মজবুত হওয়ার সুযোগ রয়েছে চলতি বছর। সস্তায় তেল কেনা নিয়ে রাশিয়া-ভারতের সম্পর্ক নতুন করে মজবুত হয়েছে। তবে চিন-রাশিয়া-ইরান অক্ষ চিন্তা বাড়াচ্ছে নয়াদিল্লির। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টের ভারত সফর নিসন্দেহে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: আত্মঘাতী জঙ্গি হামলায় মোদিকে উড়িয়ে দেওয়ার হুমকি, কেরল জুড়ে কড়া নিরাপত্তা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement