Advertisement
Advertisement

এবার রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারকেই বিঁধলেন ডোনাল্ড ট্রাম্প

তিনি মুসলিম বিদ্বেষী নন, তারই প্রমাণ দিলেন ট্রাম্প?

US President Donald Trump urges UN to end Rohingya violence

ফাইস চিত্র।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 21, 2017 6:55 am
  • Updated:September 21, 2017 6:55 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিঙ্গা ইস্যুতে আরও চাপ বাড়ল মায়ানমারের উপর৷ এবার সু কি সরকারের বিরুদ্ধে সরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷

বুধবার, আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স জানান, রোহিঙ্গা সমস্যা সমাধান করতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আরজি জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প৷ শুধু তাই নয় মায়ানমারের বিরুদ্ধে ‘কঠোর’ ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি৷ রাখাইন প্রদেশে চলা রোহিঙ্গা ‘গণহত্যা’র প্রতিবাদে সরব গোটা বিশ্ব৷ তবে এপর্যন্ত মৌন ছিল আমেরিকা৷ অনকেই অভিযোগ তুলেছেন ট্রাম্প মুসলিম বিদ্বেষী৷ তাই শরণার্থী সমস্যা নিয়ে মুখ খুলছেন না তিনি৷ এবার সেই অভিযোগ উড়িয়ে মায়ানমারকে তীব্র ভাষায় ভর্ৎসনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট৷ রাখাইন প্রদেশে চলা হিংসা আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তিনি৷

Advertisement

[তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বাঁচিয়েছিলেন দুনিয়াকে, ব্রাত্য হয়েই মৃত্যু এই কমান্ডারের]

নিরাপত্তা পরিষদের বৈঠকে মায়ানমারের তীব্র সমালোচনা করেছেন আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স৷ তাঁর অভিযোগ, সন্ত্রাস দমনের নামে রোহিঙ্গাদের উপর ‘পাশবিক’ অত্যাচার করছে মায়ানমার সেনা৷ হাজার হাজার রোহিঙ্গারা ভিটেমাটি হারিয়ে প্রাণের ভয়ে পালিয়েছেন৷ এই ‘হত্যালীলা’ বন্ধ করে আলোচনার পথে আসুক মায়ানমার৷ উল্লেখ্য, আগস্ট মাসের ২৫ তারিখ মায়ানমার সেনার প্রায় ২৫টি ঘাঁটির উপর হামলা চালায় ‘আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি’ নামের জঙ্গি সংগঠনটি৷ তারপরই রাখাইন প্রদেশ জুড়ে অভিযানে নামে সরকারি বাহিনী৷ অভিযোগ, সন্ত্রাসবাদীদের পাকড়াও করার নামে নির্বিচারে রোহিঙ্গাদের হত্যা করছে মায়ানমার সেনা৷ এপর্যন্ত প্রায় ৬ লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছেন৷

রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারের উপর চাপ বাড়িয়ে চলেছে আন্তর্জাতিক মহল৷ তবে চাপের মুখেও অনড় সু কি সরকার৷ জাতির উদ্দেশ্যে এক ভাষণে তিনি সাফ জানিয়েছেন, মায়ানমারের ভিতরে কোনও মানবাধিকার লংঘন হয়নি। মায়ানমারের সেনা মানুষের ঢাল হয়ে দাঁড়ায়, প্রতিপক্ষ নয়। তবে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে ধোঁয়াশা রেখে তিনি বলেন শরণার্থীরা  ফিরতে চাইলে তাঁদের ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ফিরতে হবে। তবে কি সেই প্রক্রিয়া এবং তা কতটা স্বচ্ছ এনিয়ে প্রশ্নের মুখে সু কি সরকার৷

[অবশেষে রোহিঙ্গাদের নিয়ে নীরবতা ভাঙলেন সু কি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement