Advertisement
Advertisement

Breaking News

মোদির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

এই মুহূর্তে ভারতে ট্রাম্পের মোট পাঁচটি প্রকল্পের কাজ চলছে৷

US President Donald Trump hails PM Modi's work
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 17, 2016 12:06 pm
  • Updated:November 17, 2016 12:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতারাতি ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করায় দেশের অন্দরে যখন বিরোধীরা মোদি বিরোধী স্লোগান তুলেছেন, তখন মার্কিন মুলুকের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা কুড়োলেন এ দেশের প্রধানমন্ত্রী৷

মঙ্গলবার দুপুরে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে ভারতীয় বিজনেস পার্টনার অতুল চোরদিয়া, সাগর চোরদিয়া এবং কলপেশ মেহতার সঙ্গে দেখা করেন ট্রাম্প৷ নিউ ইয়র্কের পঞ্চশীল রিয়েলটির ডিরেক্টর সাগর চোরদিয়া জানান, “প্রতিবারের মতো এবারও মোদির প্রশংসা শোনা গেল ট্রাম্পের মুখে৷ তিনি জানিয়েছেন, ভারতে মোদি দারুণ কাজ করছেন৷” সাগর আরও জানান, ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বিস্তারের কথাও ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট৷ কলপেশ মেহতা অবশ্য জানান, নোট বাতিল ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সরাসরি কোনও কথা না হলেও প্রেসিডেন্টের সন্তানরা এ বিষয়ে অবগত৷ এবং তাঁরা মোদির এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন৷

Advertisement

এই মুহূর্তে ভারতে ট্রাম্পের মোট পাঁচটি প্রকল্পের কাজ চলছে৷ যার মধ্যে অন্যতম হল পুণের ট্রাম্প টাওয়ার৷ পঞ্চশীল রিয়েলটির ৪৬ তলার আবাসন তৈরি হচ্ছে সেখানে৷ এর পাশাপাশি মুম্বইয়ে ৩০০টি আবাসন নির্মাণের কাজ চালাচ্ছে লোধা গ্রুপ৷

উল্লেখ্য, বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক শক্তিশালী করতে উদ্যোগী হয়েছিলেন মোদি৷ ট্রাম্পের জমানাতে সেই সম্পর্ককে আরও মজবুত করার কথা তিনি ইতিমধ্যেই জানিয়েছেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement