Advertisement
Advertisement

Breaking News

মার্কিন সেনাকে ৩০ দিনের মধ্যে আইএস নিধনের নির্দেশ ট্রাম্পের

"পৃথিবী থেকে মুছে দেব আইএসকে৷"

US President Donald Trump gives US military 30 days to prepare anti-ISIS strategy
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 29, 2017 12:00 pm
  • Updated:January 29, 2017 12:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৩০ দিনের মধ্যে পৃথিবী থেকে মুছে ফেলতে হবে ইসলামিক স্টেট জঙ্গিকে৷ এই মর্মে মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷

হোয়াইট হাউস দখল করেই আমেরিকায় সাত দেশের মুসলিম শরণার্থীদের প্রবেশ নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন ট্রাম্প৷ এবার আইএসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে আরও কড়া প্রসাশনিক দাওয়াই দিলেন ট্রাম্প, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷ ট্রাম্প সেনাবাহিনীকে বলেছেন, “ইরাক ও সিরিয়ার ইসলামিক স্টেট জঙ্গিদের কট্টরপন্থী হুমকি আছড়ে পড়েছে আমেরিকার বুকে৷ মুখ বুজে সেই হুমকি বরদাস্ত করা হবে না৷” কী করে আগামী ৩০ দিনের মধ্যে আইএস জঙ্গিদের শিকড় থেকে উপড়ে ফেলে দেওয়া যায়, সে বিষয়ে সেনাবাহিনীর শীর্ষ কর্তাদের চূড়ান্ত পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট৷

Advertisement

কোনও জঙ্গি সংগঠনকে ‘নিষ্ক্রিয়’ করতে মার্কিন বিদেশনীতিতে কোনও পরিবর্তন আনতে হলে তিনি সেটাও আনবেন বলে আশ্বাস দিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট৷ ট্রাম্প বলেছেন, “যে কোনও মূল্যে ইসলামিক জঙ্গি সংগঠনের অস্তিত্ব মুছে দেব৷” ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে বহুবার মার্কিন নাগরিকদের মুণ্ডচ্ছেদের অভিযোগ উঠে এসেছে৷ জেমস ফোলে, স্টিভেন সটলফদের মতো মার্কিন নাগরিকদের মুণ্ডচ্ছেদের ভিডিও ইউটিউবে আপলোড করে চূড়ান্ত হিংস্রতার পরিচয় দিয়েছে জঙ্গিরা৷ এবার সেই জঙ্গিদের চিহ্ন পৃথিবীর বুক থেকে মুছে দিতে উদ্যোগী হলেন মার্কিন প্রেসিডেন্ট৷

(ট্রাম্পের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ আদালতের)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement