নিজেই টুইট করে একথা জানান তিনি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনায় আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। শুক্রবার সকালে একথা নিজেই টুইট করে জানান তিনি।
US President Donald Trump and First Lady Melania Trump test positive for #COVID19. pic.twitter.com/tsLjbMsmoz
— ANI (@ANI) October 2, 2020
ডোনাল্ড ট্রাম্প টুইট করেন, ‘আমি আর মেলানিয়া কোভিডে আক্রান্ত হয়েছি। তারপরই আমরা কোয়ারেন্টাইনে গিয়েছি। চিকিৎসাও শুরু হয়েছে। দু’জনে একসঙ্গেই এর থেকে মুক্তি পাব আমরা।’
বৃহস্পতিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট টুইট করে জানান তাঁর শীর্ষ উপদেষ্টা হোপ হিকস করোনায় আক্রান্ত হয়েছেন। এরপরই ডোনাল্ড ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প হোম কোয়ারেন্টাইনে যাওয়ার পাশাপাশি নমুনাও পরীক্ষা করান। শুক্রবার জানা যায় তাঁদের দুজনের নমুনা পরীক্ষার ফলাফলই পজেটিভ এসেছে।
হোয়াইট হাউস সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার নির্বাচনী বিতর্কসভায় অংশ নেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওহিও গিয়েছিলেন হোপ হিকস। তারপর থেকে তাঁর সঙ্গেই ছিলেন। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীর নমুনা পরীক্ষা করা হয়েছিল। শুক্রবার তার ফলাফল পজেটিভ আসে।
এদিকে এই খবর পাওয়ার পরেই টুইট করে মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Prime Minister Narendra Modi wishes a quick recovery and good health to US President Donald Trump and First Lady Melania Trump after they tested positive for #COVID19. https://t.co/YcUtVn1LuR pic.twitter.com/SuzhnLfC0x
— ANI (@ANI) October 2, 2020
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালে নির্বাচনী প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিবের দায়িত্ব পালন করেছিলেন হোপ হিকস। কিন্তু, কিছু বিষয়ে মতভেদ হওয়ার কারণে ২০১৮ সালে হোয়াইট হাউসের কমিউনিকেশনস ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেন হিকস। যদিও এই বছরের ফেব্রুয়ারি মাসে ফের কাজে যোগ দেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.