সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেসিডেন্টের চেয়ারে বসে জানিয়েছিলেন বার্ষিক বেতন হিসেবে মাত্র ১ ডলার নেবেন। বাকিটা চলে যাবে জনকল্যাণমূলক কাজে। কিন্তু কাকে দান করা হবে মার্কিন প্রেসিডেন্টের জন্য বরাদ্দ ৪ লক্ষ ডলার? সেটা কখনই জানাননি ট্রাম্প। সেই নিয়েই তৈরি হয়েছিল নতুন বিতর্ক। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতেও শুরু করে। কারণ প্রায় দু’মাস হয়ে গেলেও তিনি যে মাইনে নেননি সে ব্যাপারে কোন নথি প্রকাশিত করা হয়নি। এই বিতর্কে জল ঢালতেই সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রেস সচিব শন স্পাইসার এবিষয়ে জানান, ‘বছরের শেষেই ট্রাম্প জানাবেন কোথায় ওই অর্থ দান করা হবে?’ পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের কাছে কোথায় এই অর্থটি দান করা হবে, সেই সংক্রান্ত উপদেশও চাওয়া হয়।
প্রেসিডেন্টের চেয়ারে বসার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। যে কারণে দেশ-বিদেশে সর্বত্রই সমালোচিত হতে হয়েছিল তাঁকে। কিন্তু এবার মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তটিতে অনেকেই বাহবা জানিয়েছিলেন। ট্রাম্প জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে তিনি কোনও মাইনে নেবেন না। তবে বিনা পারিশ্রমিকে কাজের নিয়ম না থাকায় মার্কিন প্রেসিডেন্টের জন্য বরাদ্ধ বার্ষিক ৪ লক্ষ মার্কিন ডলারের বদলে কেবল ১ ডলার বেতন নেবেন তিনি।
তবে এই প্রথম নয়, এর আগেও দুই মার্কিন প্রেসিডেন্ট হার্বাট হুভার ও জন এফ কেনেডি মাত্র ১ ডলার পারিশ্রমিক নিয়ে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। এরা দু’জনেই নিজেদের বেতন ত্যাগ করে, সেই টাকা দান করে দিয়েছিলেন। শুধু প্রেসিডেন্ট নয়, আরও বেশ কিছু মার্কিন রাজনীতিবিদ একইভাবে নিজেদের পারিশ্রমিক কখনই নেননি। এছাড়া ফেসবুক স্রষ্টা মার্ক জুকারবার্গ, গুগলের সার্জে ব্রিন এবং ল্যারি পেজ, ওরাকলের ল্যারি এলিসনের নামও সেই তালিকায় রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.